<p style="text-align:justify">বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে ধানমন্ডি সোসাইটি। গতকাল রবিবার বিকেল ৩টায় ধানমন্ডি ৪ নম্বর ক্রিকেট একাডেমি মাঠে বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। দুই দিনব্যাপী এই আয়োজন চলবে আজ সোমবার রাত ১১টা পর্যন্ত। ধানমন্ডি সোসাইটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের প্লাটিনাম স্পন্সর হিসেবে রয়েছে রংপুর রাইডার্স।</p> <p style="text-align:justify">আয়োজনের প্রথম দিনে ছিল চিত্রকলা প্রদর্শনী এবং শিশুদের জন্য খেলা। উদ্বোধনের পর বিকেল সাড়ে ৪টায় জাতীয় সঙ্গীত পরিবেশন, পতাকা উত্তোলন ও কোরআন তেলাওয়াত করা হয়।</p> <p style="text-align:justify">ওইদিন সন্ধ্যায় চিল নৃত্যানুষ্ঠান (বাফা), সঙ্গীতানুষ্ঠান, ধানমন্ডি সোসাইটির প্রামাণ্য চিত্র, দেশাত্মবোধক সঙ্গীত, মনোমুগ্ধকর ম্যাজিক শো। একই সঙ্গে চলেছে বিজয় মেলাও।</p> <p style="text-align:justify">চিত্রকলা প্রদর্শনী এবং শিশুদের খেলার আয়োজন দিয়ে শুরু হয় দ্বিতীয় দিন। সোমবার দিনভর সাপের খেলা, বায়োস্কোপ, লাটিম খেলা, বানর খেলা, মার্বেল খেলা, ভাগ্য গণনা শিশুদের উপভোগ করতে দেখা যায়।</p> <p style="text-align:justify">খেলার পর্ব শেষে বিরতির পর বিকাল ৪টায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে দুই দিনব্যাপী আয়োজনে পাশে থাকা স্পন্সরদের পুরস্কার প্রদান, জাতীয় সঙ্গীত ও মুক্তিযোদ্ধাদের ছবি ধারণ, গুণীজনদের সম্মাননা দেওয়া হয়।</p> <p style="text-align:justify">ধানমন্ডি সোসাইটির সিকিউরিটি এবং ধানমন্ডি কমিউনিটি পুলিশদের উপহার প্রদান করা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক পর্বে থাকবে দেশাত্মবোধক গান, আবৃত্তি, ম্যাজিক শো, ব্যান্ডসঙ্গীত, র‍্যাফেল ড্র, আতশবাজি।</p> <p style="text-align:justify">ধানমন্ডি সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দুই দিনব্যাপী বিজয় মেলা ও সাস্কৃতিক সন্ধার আয়োজন করতে পেরে সংগঠনটি আনন্দিত। বছরব্যাপী বিভিন্ন জাতীয় উৎসব পালনেই ধানমন্ডি সোসাইটির কার্যক্রম সীমাবদ্ধ নয়, বরং জাতীয় উৎসব শ্রদ্ধার সঙ্গে পালনের পাশাপাশি ধানমন্ডিতে বসবাসরত বাসিন্দাদের কিভাবে নিরাপদ ও সুস্থ্য জীবন দেওয়া যায় সেজন্য নিরলস কাজ করে যাওয়া হচ্ছে। মাদক, ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করা, যাজনট নিরসনে সবাইকে নিয়ে কাজ করাসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে নিয়মিত কার্যক্রম চলছে।</p>