<p>রাজধানীর রাজধানীর বনশ্রীতে ৬ তলা ভবনে লাগা আগুন প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটে বনশ্রী সি ব্লকের ৪ নম্বর রোডের ১৬ নম্বর বাসায় আগুন লাগে।</p> <p>আগুন লাগার খবর পেয়ে খিলগাঁও ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর রাত ৯টা ২০ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণের খবর দেন ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।</p> <p><span style="font-size:1.25rem">তিনি জানান, আগুন বেশি বড় হয়নি, দুটি ইউনিটের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে। এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে আটকেপড়া বেশ কয়েকজনকে নিরাপদে বের করে নিয়ে আসা সম্ভব হয়েছে।</span></p> <p>আনোয়ারুল ইসলাম দোলন আরো জানান, ৬ তলা ভবনের তৃতীয় তলা থেকে আগুনের সূচনা হয়। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।</p>