<p style="text-align:justify">বাংলাদেশ শিল্পকলা একাডেমির জেলা শাখায় কর্মরত জেলা কালচারাল অফিসারদের সংগঠন 'জেলা কালচারাল অফিসার্স ফোরাম'-এর নেতৃত্বে এবার নতুন ১৭ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে জেলা কালচারাল অফিসার্স ফোরামকে আরো প্রাণবন্ত, শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সিদ্ধান্তের প্রেক্ষিতে মৌখিক ভোটে নবগঠিত কমিটির সদস্যরা নির্বাচিত হন। </p> <p style="text-align:justify">জেলা কালচারাল অফিসার্স ফোরামের নতুন সভাপতি, মো. এরশাদ হাসান। সহ সভাপতি, মো. রফিকুল ইসলাম, মো আসাদুজ্জামান সরকার ও মোহাম্মদ হাসানুর রশিদ মাকসুদ। সাধারণ সম্পাদক, মো. আব্দুল রাকিবিল বারী। যুগ্ম সাধারণ সম্পাদক, মারুফা মঞ্জরী খান ও তানজিলা আক্তার তমা। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ভিন্নটা কেন হবে, আগেরটাই লাগবে: গ্রাফিতি নিয়ে সাইয়েদ আব্দুল্লাহ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/29/1735452243-fa5c9d3934a488b3798e3d4ccd15f457.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ভিন্নটা কেন হবে, আগেরটাই লাগবে: গ্রাফিতি নিয়ে সাইয়েদ আব্দুল্লাহ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/29/1462596" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">সাংগঠনিক সম্পাদক, কে. এম. আরিফুজ্জামান। কোষাধ্যক্ষ, মো. মনিরুজ্জামান মনির। বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, ঢাকা, মো: শাহিন রেজা রাসেল। ময়মনসিংহ, সুজিত কুমার সাহা। সিলেট, জ্যোতি সিনহা। বরিশাল, কাজী মো. কামরুজ্জামান। চট্টগ্রাম, সৈয়দ আয়াজ মাবুদ। রংপুর, সৈয়দ জাকির হোসেন। রাজশাহী, মো. শাহাদাৎ হোসেন এবং খুলনা, ফাইজা হোসেন অন্বেষা।</p> <p style="text-align:justify">জেলা কালচারাল অফিসার্স ফোরামের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমির জেলায় কর্মরত কর্মকর্তাদের কল্যাণে ও সকলের কর্মপরিবেশ ও শৃঙ্খলা আনয়ন, বিভাগীয় শিল্পকলা একাডেমি গঠন ও পদসৃষ্টি এবং নিয়মিত পদোন্নতিসহ নানান কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালনে সর্বদা সকলকে সাথে নিয়ে একযোগে কাজ করার প্রচেষ্টায় নিজেদের নিয়োজিত করব।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শেখ হাসিনার নতুন গ্রাফিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা তুঙ্গে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/29/1735450464-5b606f5268c6b2b1ba1377841d763ab3.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শেখ হাসিনার নতুন গ্রাফিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা তুঙ্গে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/12/29/1462592" target="_blank"> </a></div> </div>