<p>রাজধানীর উত্তরা বিএনএস সেন্টারের সামনে প্রাইভেট কারের ধাক্কায় মামুনুর রশিদ (৩০) নামের এক পথচারী নিহত হয়েছেন। পেশায় তিনি প্রাইভেট কারচালক ছিলেন। গতকাল বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাত ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।</p> <p>মামুনুর ময়মনসিংহের নান্দাইল উপজেলার কোনা পাঁচরুখি গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। ঢাকার উত্তর আজমপুরে পরিবার নিয়ে থাকতেন তিনি।</p> <p>মামুনুরকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা মাহবুবুর রহমান বকুল জানান, গতকাল সন্ধ্যায় উত্তরা বিএনএস সেন্টারের সামনের রাস্তা পার হচ্ছিলেন ওই যুবক। সে সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার দুজনকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে দুজনই আহত হন। পরে সেখান থেকে তাঁদের উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিক্যালে নেওয়া হয়। সেখানে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন চিকিৎসকরা। পরে গুরুতর আহত মামুনুরকে রাতে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রাইভেট কারটির চালককে স্থানীয়রা আটক করে থানায় সোপর্দ করেছে। প্রাইভেট কারটি জব্দ করেছে পুলিশ। </p> <p>মামুনুর রশিদের বড় ভাই মো. হারুনুর রশিদ জানান, মামুনুর পেশায় প্রাইভেট কারচালক ছিলেন। মাত্র ছয় মাস আগে বিয়ে করেছেন মামুনুর। বিকেলে ব্যক্তিগত কোনো কাজে ওই এলাকায় গিয়েছিলেন।  </p> <p>ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, ‘মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’</p>