<p>ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নরওয়েপ্রবাসী ও নিরাপত্তাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে সাঈদ উদ্দিন (৩০) নামে প্রবাসী যাত্রীসহ নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।</p> <p>গতকাল বুধবার (৯ জানুয়ারি) রাত সোয়া ৯টায় বিমানবন্দরের আন্তর্জাতিক আগমনী কেনপি-২-এর সামনে এ ঘটনা ঘটে। আহত ওই প্রবাসী যাত্রীর বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলায়।</p> <p>জানা যায়, প্রবাসী ওই যাত্রী ও বিমানবন্দরের নিরাপত্তা কর্মীর মধ্যে হাতাহাতির একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে প্রবাসী যাত্রী সাঈদ উদ্দিনকে রক্তাক্ত অবস্থায় দেখা যায়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="যেসব কাজ করবে না বলে প্রতিজ্ঞাবদ্ধ হলো ছাত্রশিবির" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/09/1736396982-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>যেসব কাজ করবে না বলে প্রতিজ্ঞাবদ্ধ হলো ছাত্রশিবির</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2025/01/09/1466801" target="_blank"> </a></div> </div> <p>ভিডিওটিতে মারপিটের শিকার ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, আপনারা ৫ থেকে ৬ জন ধরে আমাকে মারছেন। আর পাশে থাকা এভসেক সদস্য বলছেন, আমাকে ধাক্কা দিলেন। আমি কী সাধারণ মানুষ। আমার ইউনিফর্ম আছে। তবে ধাক্কা দেওয়ার বিষয়টি নিয়ে আহত ব্যক্তি বলছেন, আমার কথা শোনেন ভাইয়া, আমি দিইনি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="যেসব কাজ করবে না বলে প্রতিজ্ঞাবদ্ধ হলো ছাত্রশিবির" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/09/1736396982-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>যেসব কাজ করবে না বলে প্রতিজ্ঞাবদ্ধ হলো ছাত্রশিবির</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2025/01/09/1466801" target="_blank"> </a></div> </div> <p>বিমানবন্দরের কেনপি-২-এর সামনে দুজন সম্মানিত যাত্রী একজন নিরাপত্তা সদস্যকে শারীরিকভাবে আঘাত করেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম। তিনি বলেন, ‘প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং প্রাথমিক তদন্ত মোতাবেক জানা যায়, পাঁচজন সম্মানিত আগমনী যাত্রীর একটি দল বিমানবন্দরের কার্যক্রম শেষ করে কেনপি-২ এলাকা দিয়ে বের হয়ে যাওয়ার সময় তাদের মধ্যে একজন ট্রলিসহ কেনপি-২-এর গেটের ঠিক সম্মুখভাগে অবস্থান করেন। এতে গেটে সব আগমনী যাত্রীর জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, আহত শতাধিক" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/09/1736400205-7151184986aed9f8f418938930271d37.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, আহত শতাধিক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/09/1466806" target="_blank"> </a></div> </div> <p>তিনি বলেন, ‘ওই সময় ওই এলাকায় সম্মানিত আগমনী যাত্রীদের চাপ বেশি থাকায় কর্তব্যরত একজন নিরাপত্তাকর্মী বিনীতভাবে ওই যাত্রীকে কিছুটা সরে দাঁড়ানোর জন্য অনুরোধ করেন। তবে ওই যাত্রী তা না করে দাঁড়িয়েই থাকেন। কিছু সময় পরে ওই নিরাপত্তাকর্মী আবারও ওই যাত্রীকে সরে যাওয়ার জন্য অনুরোধ করতে গেলে প্রচণ্ড রেগে গিয়ে অকথ্য ও অশ্রাব্য ভাষায় নিরাপত্তাকর্মীকে গালিগালাজ করতে থাকেন তিনি। এ সময় সেখানে নিয়োজিত আরো একজন নিরাপত্তাকর্মী ওই যাত্রীকে শান্ত করার চেষ্টা করলে ওই যাত্রীর ছেলে এসে বিমানবাহিনীর ওই নিরাপত্তাকর্মীকে শারীরিকভাবে আঘাত ও লাঞ্ছিত করেন।’</p>