<p>আজ ১০ জানুয়ারি অগণিত পাঠকের ভালোবাসায় সিক্ত দেশের অন্যতম শীর্ষ দৈনিক কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার দ্বিতীয় দিনে আজ সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত প্রতিনিধি সভা ও সেরা মফস্বল কর্মীদের পুরস্কার বিতরণ করা হবে। ইতিমধ্যেই সারা দেশ থেকে প্রতিনিধি ও মফস্বল কর্মীরা কালের কণ্ঠের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়েছেন।  </p> <p>আজ সকাল ১১টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল ৪টায় কেক কাটা হবে। বিকেল ৫টা থেকে কালের কণ্ঠ কার্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।</p> <p>এই আয়োজনে উপস্থিত আছেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপ ব্যবস্থাপনা পরিচালক কাদের গনি চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ এবং কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক ও অনুসন্ধান সেলের প্রধান হায়দার আলী।</p> <p>এর আগে দেড় দশক পূর্তি উপলক্ষে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় কালের কণ্ঠের প্রধান কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়। সন্ধ্যায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভক্ষণের সূচনা করেন দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। এ সময় তাকে কালের কণ্ঠের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।</p> <p>কেক কাটার পর এই অনুষ্ঠানেই কালের কণ্ঠের শুরু থেকে এ পর্যন্ত কর্মরত ৯৯ জন কর্মীকে ‘একসঙ্গে দেড় দশক’ শীর্ষক সম্মাননা দেওয়া হয়। একই সঙ্গে বর্তমানে দৈনিকটির বিভিন্ন বিভাগে কর্মরত সেরা কর্মীদেরও সম্মাননা দেওয়া হয়েছে। ‘একসঙ্গে দেড় দশক’ সম্মাননা প্রাপ্ত এবং সেরা কর্মীদের হাতে ক্রেস্ট তুলে দেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ এবং নির্বাহী সম্পাদক হায়দার আলী।</p>