<p style="text-align:justify">চাকরিতে পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন করছেন অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবিশ উপপরিদর্শকরা (এসআই)। এই রিপোর্ট লেখা পর্যন্ত অনশন করছিলেন তারা। </p> <p style="text-align:justify">এর আগে সোমবার বিকেল ৪টা থেকে এই অনশন শুরু করেন অব্যাতিপ্রাপ্ত এসআইরা। দাবি আদায়ে যথাযথ কর্তৃপক্ষের সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তারা।</p> <p style="text-align:justify">অনশন থেকে অব্যাহতি পাওয়া এসআই মো. আলম হোসেন বলেন, বাংলাদেশ পুলিশের ৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের চলমান ট্রেনিং থেকে অন্যায়ভাবে অব্যাহতি দেওয়ার প্রতিবাদ ও চাকরিতে পুনর্বহালের দাবিতে আমরা ৩২১ জন সাব-ইন্সপেক্টর গত ৫ ও ৬ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করি। আমাদের প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রসচিব দেখা করেন। দাবির বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তবে সেই বিষয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে না পাওয়ায় সোমবার (১৩ জানুয়ারি) সকাল থেকে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করি। তখন আমাদের আরেকটি প্রতিনিধিদল দায়িত্বশীলদের সঙ্গে দেখা করতে যায়। তবে সেখান থেকে কোনো আশানুরূপ আশ্বাস না পাওয়ায় আমরা আমরণ অনশন শুরু করি।</p>