<p>রাজধানীর শ্যামপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আরাফাত তাজিদ চয়ন (১৭) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। সে সিটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। এ সময় আহত হয়েছে তার বন্ধু মোটরসাইকেল চালক শাহেদ মো. সাহেদ (১৭)</p> <p>সোমবার (১৩ জানুয়ারি) রাত ২টার দিকে ধোলাইপাড় ডেন্টাল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।</p> <p>নিহত আরাফাত কিশোরগঞ্জ জেলার কুলিয়ার চর উপজেলার জুতা ব্যবসায়ী মো. হুমায়ুন কবিরের ছেলে। সে জুরাইন ঋষি পাড়ায় পরিবারের সাথে থাকতো।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="অ্যালোভেরার পাতা থেকে জেল বের করে সরাসরি মুখে মাখা যায়?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/14/1736848959-1c7e89c3694f352a9c98241cec343367.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>অ্যালোভেরার পাতা থেকে জেল বের করে সরাসরি মুখে মাখা যায়?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2025/01/14/1468580" target="_blank"> </a></div> </div> <p>আরাফাতের বন্ধু মারুফুল ইসলাম বলেন, ‘রাতে আরাফাত ও শাহেদ মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হলে ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে আল আমিন নামে এক পথচারী দুজনকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসক আরাফাতকে মৃত ঘোষণা করেন। আহত সাহেদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।</p> <p>শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাইন উদ্দিন তালুকদার বলেন, সিমেন্টবাহী ট্রাক ও মোটরসাইকেলটি একই দিকে যাচ্ছিল। পরে মোটরসাইকেলটি ওভারটেকিং করার সময় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে মোটরসাইকেল চালক ও আরোহী। পরে দুজনকে মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসক আরাফাতকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত সাহেদ ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ব্রাহ্মণবাড়িয়ায় ময়লার গাড়ির চাপায় পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/14/1736848638-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ব্রাহ্মণবাড়িয়ায় ময়লার গাড়ির চাপায় পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/14/1468578" target="_blank"> </a></div> </div> <p>আরাফাতের চাচা বলেন, সকাল ১০টার দিকে পুলিশের মাধ্যমে খবর পাই আরাফাত সড়ক দুর্ঘটনায় মারা গেছে। পরে হাসপাতালে এসে তার লাশ দেখতে পাই।</p>