ঢাকা, রবিবার ২৩ ফেব্রুয়ারি ২০২৫
১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬

ঢাকা, রবিবার ২৩ ফেব্রুয়ারি ২০২৫
১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬

ছিনতাইকারীর চাপাতির কোপে যুবকের কবজি বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ছিনতাইকারীর চাপাতির কোপে যুবকের কবজি বিচ্ছিন্ন
ফাইল ছবি

রাজধানীর আদাবরে দিনদুপুরে ছিনতাইকারীর কোপে এক যুবকের বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। আহত যুবকের নাম মো. সুমন শেখ (২৬)। পেশায় তিনি ঢালাই মিস্ত্রির সহকারী।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ২টার দিকে আদাবর ১০ নম্বর রোড বালুরমাঠ এলাকায় এ ঘটনাটি ঘটে।

আহত অবস্থায় যুবককে উদ্ধার করে প্রথমে স্থানীয় শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে বিকেল ৪টার দিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন পথচারী মো. লিটন মিয়া।

আরো পড়ুন
শিক্ষা সফরে গিয়ে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা গেলেন স্কুলশিক্ষক

শিক্ষা সফরে গিয়ে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা গেলেন স্কুলশিক্ষক

 

আহত সুমন শেখ বলেন, ‘গতকাল রাতে আদাবর ১০ নম্বর রোডে আমার ফুফু শাশুড়ি আরজু বেগমের বাসায় বেড়াতে গিয়েছিলাম। ফুফুর কাছে আমার জমানো ১৫ হাজার টাকা ছিল।

তিনি বলেন, ‘দুপুরে সেখানে খাবার খেয়ে টাকা নিয়ে বের হয়ে আদাবর বালুরমাঠ এলাকায় দিয়ে হাঁটতে ছিলাম সে সময়ে ৪-৫ জন ছিনতাইকারী রাস্তা গতিরোধ করে পকেটের টাকা ও মোবাইল কেড়ে নিতে চায় তখন ধস্তাধস্তির এক পর্যায় আমি ছুটে দৌড়াতে থাকি তখন পেছন থেকে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র চাপাতি দিয়ে হাতে কোপ দিলে আমার বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়।’

আরো পড়ুন
তামাকজনিত রোগে মৃত্যু সাধারণ নয়, হত্যাকাণ্ড : প্রাণিসম্পদ উপদেষ্টা

তামাকজনিত রোগে মৃত্যু সাধারণ নয়, হত্যাকাণ্ড : প্রাণিসম্পদ উপদেষ্টা

 

সে সময় আমার কাছে থাকা ১৫ হাজার টাকা ও অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে যায়। পরে ওই এলাকার লিটনের সহযোগিতায় হাসপাতালে আসি বলে জানান সুমন।

লিটন বলেন, ‘বালুর মাঠ এলাকায় ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল।

পরে হাসপাতালে নিয়ে আসি।’

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়ে আসা ওই যুবকের ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। আহত সুমনের গ্রামের বাড়ি পিরোজপুর সদর উপজেলার। তার বাবার নাম মৃত বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ শেখ।

বর্তমানে মিরপুর ১-এ জোনাকি রোড হাবুলের পুকুরপাড় এলাকায় থাকেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

নামাজে যাওয়ার সময় নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে পথচারীর মৃত্যু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
নামাজে যাওয়ার সময় নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে পথচারীর মৃত্যু
সংগৃহীত ছবি

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন কুনিপাড়া এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে মো. আকতার হোসেন (৫২) নামে এক পথচারীর নিহত হয়েছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা মৃতের ভাগ্নে আফসার হোসেন মুকুল বলেন, তেজগাঁও শি/এ থানাধীন  মধ্য কুনিপাড়া দিয়ে হেঁটে সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়তে যাওয়ার সময় সেখানে নির্মাণাধীন একটি ভবনের পাঁচতলার ছাদ থেকে ইট তার মাথায় পড়ে গুরুতর আহত হন।

পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার প্রথমে স্থানীয় সমরিতা হাসপাতালে নেওয়া হয় পরে সেখান থেকে রাত রাত ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

মৃত আকতার হোসেন তেজগাঁও শিল্পাঞ্চল কুনিপাড়ার স্থায়ী বাসিন্দা। তার বাবার নাম মৃত হাসান আলী।

এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন তিনি।

মন্তব্য

উত্তরায় পিকআপ ভ্যানের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
উত্তরায় পিকআপ ভ্যানের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত

রাজধানীর উত্তরায় রাজলক্ষ্মী মার্কেটের সামনে রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় মো. ইব্রাহিম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি সিটি ব্যাংকের তেজগাঁও শাখার অ্যাসিস্ট্যান্ট অফিসার ছিলেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উত্তরা রাজলক্ষ্মী মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে সেখান সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা পথচারী আজমান আব্দুল্লাহ বলেন, রাজলক্ষী মার্কেটের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির পিকআপ ভ্যানের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পথচারী আরো বলেন, যতটুকু জানতে পেরেছি স্থানীয়রা পিকআপ ভ্যানটিকে জব্দ করেছে। মৃত্যুর খবর শুনে হাসপাতলে ছুটে আসেন স্বজনরা, মৃতের ছোট ভাই রাফিজ খান বলেন, তার ভাই সিটি ব্যাংকে কর্মরত ছিলেন।

সন্ধ্যায় খবর পাই তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। ঢামেক হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

তাঁর বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায়।

বাবার নাম গোলাম কিবরিয়া। তিনি সিটি ব্যাংকের তেজগাঁও শান্তা টাওয়ারে সেলস ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

মন্তব্য

ক্যাডেট কলেজ ক্লাবে নানা আয়োজনে একুশ উদযাপন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ক্যাডেট কলেজ ক্লাবে নানা আয়োজনে একুশ উদযাপন
সৌজন্য ছবি

পতাকা উত্তোলন, বইমেলা, লেখক পরিচিতি ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো রাজধানী ঢাকার অদূরে পূর্বাচলস্থ ক্যাডেট কলেজ ক্লাবের একুশ উদযাপন।

ক্লাবের লিট সোসাইটি, লাইব্রেরি, প্রিন্ট ও পাবলিকেশন কমিটির পরিচালক ড. মাফরুহা আক্তার রুমানা অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন। 

কমিটির আহ্বায়ক ড. ফাতেমা দোজার সঞ্চালনায় শুরু হয় অনুষ্ঠান। জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়।

পতাকা উত্তোলন পর্বের নেতৃত্ব দেন ক্লাবের পরিচালক প্রশাসন আশরাফ হোসেন। এরপর ক্লাবের মালটিপারপাস শেডের মঞ্চে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে দেশের ১২টি ক্যাডেট কলেজ, বিদেশি ক্যাডেট কলেজ ও ক্লাবের কর্মচারীরা সারিবদ্ধভাবে খালি পায়ে হেঁটে মঞ্চে উঠে প্রতীকী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

ক্যাডেট কলেজ ক্লাব সদস্য, প্রাক্তন ক্যাডেট এবং তাঁদের পরিবারের সদস্যদের লেখা বই নিয়ে দিনব্যাপী বই মেলার উদ্বোধন করেন ক্যাডেট কলেজের প্রাক্তন বাংলা সাহিত্যের শিক্ষক, কবি ও নাট্যকার আবু মুহম্মদ রইস। বইমেলায় ৩২ জন লেখক অংশগ্রহণ করেন।

মেলা চলাকালে উপস্থিত লেখকদের নিয়ে শুরু হয় আলোচনা পর্ব। প্রফেসর মাজহারুল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন লিট-সোসাইটির প্রথম চেয়ার স্থপতি ও লেখক শাকুর মজিদ। আলোচনায় অংশগ্রহণ করেন মাহবুব মোতানব্বী, ইকরাম কবীর, জ্যাকি কবীর, ইসমত আরা জুলী, শিমুল পারভীন, খন্দকার আলী কাওসার।

সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে কবিতা আবৃত্তি করেন শিমুল পারভীন, শাহজাহান কামাল অনি এবং তানভীর হোসেইনের কণ্ঠে গাওয়া আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কী ভুলিতে পারি গানটি সমবেত কণ্ঠে গাওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

তবে ক্লাব রিসেপশনে বইমেলা চলতে থাকবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

মন্তব্য

এনসিটিবি ভবনের সামনে সংঘর্ষের ঘটনায় আরো একজন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
এনসিটিবি ভবনের সামনে সংঘর্ষের ঘটনায় আরো একজন গ্রেপ্তার
সংগৃহীত ছবি

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে সংঘর্ষের ঘটনায় মামলার অন্যতম আসামি সাঈদ ফজলুল করিম স্বপনকে (৪২) গ্রেপ্তার করেছে মতিঝিল থানা পুলিশ। পাঠ্যপুস্তকের মলাটে গ্রাফিতির বিষয়কে কেন্দ্র করে রাজধানীর মতিঝিলে হওয়া এ ঘটনায় এ নিয়ে এখন পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন পূর্ব শিয়াচর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

মতিঝিল থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গত ১৫ জানুয়ারি দুপুরে পাঠ্যপুস্তকের মলাটে গ্রাফিতির বিষয়কে কেন্দ্র করে মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে সংঘর্ষের ঘটনায় পাহাড়ি ছাত্র পরিষদ (১৭জানুয়ারি) একটি মামলা দায়ের করে। মতিঝিল থানায় এজাহারনামীয় ১৬ জনসহ অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করে এই মামলা দায়ের করা হয়। গ্রেপ্তার সাঈদ ফজলুল করিম স্বপন (৪২) এই মামলার অন্যতম আসামি।

তিনি আরো বলেন, আলোচিত এই মামলাটি তদন্তকালে সংঘর্ষের ঘটনার সিসিটিভি ফুটেজ ও সংগৃহীত বিভিন্ন ভিডিও পর্যালোচনায় ওই সংঘর্ষে রুপাইয়া শ্রেষ্ঠার ওপর আঘাতকারী সাঈদ ফজলুল করিম স্বপনকে শনাক্ত করা হয়।

পরে তথ্য ও প্রযুক্তির সহায়তায় স্বপনের অবস্থান নিশ্চিত হয়ে মতিঝিল থানা পুলিশের একটি চৌকস দল নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পূর্ব শিয়াচর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার স্বপনকে মতিঝিল থানার মামলায় আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ