জাতীয় প্রেস ক্লাবে সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস বিক্রি শুরু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
জাতীয় প্রেস ক্লাবে সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস বিক্রি শুরু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় রাজধানীসহ সারা দেশে প্রথম রমজান থেকে সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস বিক্রির কার্যক্রম শুরু করেছে। সেই কার্যক্রমের অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের জন্যও সুলভ মূল্যে দুধ ডিম মাংস বিক্রয় শুরু হয়েছে। 

মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৮ মার্চ) সাংবাদিকদের শীর্ষ সংগঠন জাতীয় প্রেস ক্লাব সদস্যদের জন্য এই কার্যক্রম উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নীলুফা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নীলুফা আক্তার বলেন, দেশের মানুষের মাঝে সুলভ মূল্যে প্রোটিন জাতীয় খাদ্য পণ্যের সরবরাহ বাড়াতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এই কার্যক্রম হাতে নিয়েছে। এসব পণ্য ক্রয়ে সারা দেশের নারীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। এ কার্যক্রমের মাধ্যমে বাজারে পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হয়েছে বলে মনে করেন তিনি।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান বলেন, সারা দেশেই এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

রাজধানীতে প্রতিদিন ২৫টি স্পটে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ ছাড়া ঢাকার বাইরে প্রায় হাজার খানেক স্পটে পণ্য বিক্রি করা হয়েছে।

সাংবাদিকদের জন্য এই কার্যক্রম শুরু করায় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারকে ধন্যবাদ জানিয়ে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ বলেন, ‘এই ধরনের মানবিক কার্যক্রম যত সম্প্রসারিত করা যাবে দেশের মানুষ ততই উপকৃত হবে। রমজান মাসে প্রোটিন জাতীয় পণ্যের যে ধরনের সংকট তৈরি হয় তা এবারে হয়নি।

এটি অন্তর্বর্তীকালীন সরকারের সুচিন্তিত পরিকল্পনারই অংশ।’

মন্তব্য

সম্পর্কিত খবর

ছুটির দিনে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ছুটির দিনে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
সংগৃহীত ছবি

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ ষষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৭৭ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার সময় সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে। 

এ সময় ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মিরপুরের ইস্টার্ন হাউজিং (২০৪) এলাকায়।

এই এলাকায় বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তালিকায় এর পরেই রয়েছে ঢাকার মার্কিন দূতাবাস (১৮৮),  বেচারাম দেউড়ি (১৮০), সাভারের হেমায়েতপুর (১৭৯), কল্যাণপুর (১৭৯), মাদানি সরণির বেজ এজওয়াটার (১৭৭), তেজগাঁওয়ের শান্তা ফোরাম (১৭০) এলাকা। এসব এলাকায় বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

এদিন বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর (২১২)।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি (২০৫)। শহর দুটির বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তালিকায় এর পরেই রয়েছে ভিয়েতনামের হ্যানয় (১৯৮), নেপালের কাঠমাণ্ডু (১৮৪), আলজেরিয়ার আলজিয়ার্স (১৭৯)। এসব শহরের বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
 

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

আরো পড়ুন
ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

 

১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

প্রাসঙ্গিক
মন্তব্য

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
সংগৃহীত ছবি

‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের নেই’ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এই বক্তব্যের পর মধ্যরাতে বিক্ষোভ দেখিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) গিয়ে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই’, ‘সাঈদ-ওয়াসিম-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘ধরি ধরি ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না’, ‘আওয়ামী লীগের গদিতে আগুন জ্বালো একসাথে’সহ বিভিন্ন স্লোগান দেন।

মন্তব্য

গুলশানে পুলিশ প্লাজার পাশে গুলি, যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
গুলশানে পুলিশ প্লাজার পাশে গুলি, যুবক নিহত
প্রতীকী ছবি : সংগৃহীত

রাজধানীর গুলশান পুলিশ প্লাজার পাশে দুর্বৃত্তদের গুলিতে সুমন (৩৫) নামে এক ইন্টারনেট ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ঘটনাটি ঘটে।

নিহতের গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায়। রাজধানীর ভাষানটেক এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।

তার প্রতিষ্ঠানটি মহাখালী টিভিগেইট এলাকায়। সুমনের বাবার নাম মাহফুজুর রহমান। মৃত সুমন এক ছেলে ও এক মেয়ের জনক।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মারুফ আহামেদ গুলশান থানাধীন পুলিশ প্লাজার উত্তর পাশের রাস্তার বাম পাশ থেকে গুরুতর আহত অবস্থায় সুমনকে উদ্ধার করেন।

তিনি সুমনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। রাত ১১টায় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর সুমনকে মৃত ঘোষণা করেন।

মৃতদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলে নিশ্চিত করেন পুলিশের ওই কর্মকর্তা। 

তার মাথায় বুকের বামপাশে গুলির ক্ষতচিহ্ন রয়েছে।

পুলিশ কর্মকর্তা বলেন, ‘বিস্তারিত তদন্তের পর বলা যাবে। নিহতের আত্মীয়-স্বজনদের খোঁজ নেওয়া হচ্ছে।’

ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার আল আমিন হোসাইন বলেন, ‘অন্তঃদ্বন্দ্বের কারণে প্রতিপক্ষ তাকে হত্যা করতে পারে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। অনেকেই তাকে টেলি সুমন নামে ডাকেন। এ বিষয়ে তদন্ত চলছে।

নিহতের স্বজন রুবেল জানান, স্থানীয় সেভেন স্টার নামের এক সন্ত্রাসী গ্রুপের সাথে তার দ্বন্দ্ব রয়েছে। তারাই হত্যা করতে পারে বলে তার ধারণা।

মন্তব্য

পল্লবীতে রাজউকের অভিযান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
পল্লবীতে রাজউকের অভিযান
সংগৃহীত ছবি

নির্মীয়মান ভবনের ব্যত্যয় রোধে রাজধানীর পল্লবীতে অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.বি.এম. এহছানুল মামুন।

অভিযানে নির্মীয়মান ৫টি ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

এ সময় রাজউক অনুমোদিত নকশার ব্যত্যয় করায় নির্মীয়মান এক ভবনের দ্বিতীয় তলায় আংশিক ক্যান্টিলিভার স্লাব ভাঙা হয়।

এ ছাড়াও বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে স্থানীয় ডেসকো প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়। ভবন মালিক ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে রাজউক অনুমোদিত নকশা হতে ব্যত্যয়কৃত অংশ নিজ দায়িত্বে আগামী ১৫ দিনের মধ্যে অপসারণ করে নেবেন বলে অঙ্গীকারনামা প্রদান করেন।

অভিযানের সময় উপস্থিত ছিলেন রাজউকের জোন-৩/১ এর অথরাইজড অফিসার শেখ মাহাব্বীর রনি,  সহাকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শক এবং অন্যান্য কর্মকর্তারা।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ