ছুরিকাঘাত করে লুটে নেয় মোবাইল-টাকা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ছুরিকাঘাত করে লুটে নেয় মোবাইল-টাকা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

রাজধানীর বাড্ডায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত যুবক মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এর আগে বুধবার রাতে বাড্ডা কবরস্থান এলাকায় তাকে ছুরিকাঘাত করে মোবাইল ও টাকা লুটে নেয় কয়েকজন দুর্বৃত্ত। 

নিহত মো. তানভীর (২২) মুন্সীগঞ্জ জেলার মুন্সিরহাট উপজেলার বাসিন্দা সাহাদুল্লাহর ছেলে।

তিনি একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন এবং বাড্ডা কবরস্থান এলাকায় থাকতেন। 

আরো পড়ুন
শনি গ্রহের আরো নতুন ১২৮টি চাঁদ আবিষ্কার

শনি গ্রহের আরো নতুন ১২৮টি চাঁদ আবিষ্কার

 

নিহতের বাবা সাহাদুল্লাহ বলেন, বুধবার রাত সাড়ে ৯টার দিকে কাজ শেষে বাসায় আসে তানভীর। এর পরেই আবার বাইরে গেলে তাকে শাওন, সিয়াম, মিন্টু, হাবিবসহ পাঁচ-সাতজন তাকে ছুরিকাঘাত করে। পরে কাছে থাকা মোবাইল ও ১০ হাজার টাকা নিয়ে তানভীরকে রাস্তায় ফেলে পালিয়ে যায়।

সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।  

আরো পড়ুন
মাগুরার সেই শিশুর জীবন সংকটাপন্ন, দুবার ‘কার্ডিয়াক অ্যারেস্ট’

মাগুরার সেই শিশুর জীবন সংকটাপন্ন, দুবার ‘কার্ডিয়াক অ্যারেস্ট’

 

পরে তাকে উদ্ধার করে রাত ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মৃত্যু হয় তার। 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

রাজধানীতে রাস্তা থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার, মুখ দিয়ে বের হচ্ছিল ফেনা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
রাজধানীতে রাস্তা থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার, মুখ দিয়ে বের হচ্ছিল ফেনা
প্রতীকী ছবি

রাজধানীর কামরাঙ্গীচরে রাস্তা থেকে আব্দুল মজিদ (৬২) নামের রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ মার্চ) দিবাগত রাতে পূর্ব রসুলপুর ৪ নং গলির মনির মোল্লার দোকানের সামনে থেকে উদ্ধার করা হয়। তার মুখ দিয়ে ফেনা নির্গত হচ্ছিল বলে জানিয়েছেন কামরাঙ্গীচর থানার উপপরিদর্শক (এসআই) মো. রাকিব হোসাইন। 

তবে কিভাবে, কী কারণে, এমন অবস্থা হয়েছিল, সে ব্যাপারে জানা যায়নি।

আইনি প্রক্রিয়া শেষে বৃহস্প্রতিবার (১৩ মার্চ) দুপুরে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

আরো পড়ুন
‘দুই দিন ধরে চিকিৎসক পাচ্ছি না, এখন আমরা কোথায় যাব?’

‘দুই দিন ধরে চিকিৎসক পাচ্ছি না, এখন আমরা কোথায় যাব?’

 

তিনি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান তিনি। 

আব্দুল মজিদ শরীয়তপুর নড়িয়া উপজেলার মাইজাপাড়া গ্রামের মৃত ফয়জুল রাঢ়ির ছেলে। বর্তমানে কামরাঙ্গীচর পূর্ব রসুলপুর ১ নং গলিতে থাকতেন।

মন্তব্য

যত বেশি সংবাদ প্রকাশিত হবে, তত গণতন্ত্র উন্নত হবে : পিপি ওমর ফারুক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
যত বেশি সংবাদ প্রকাশিত হবে, তত গণতন্ত্র উন্নত হবে : পিপি ওমর ফারুক
সংগৃহীত ছবি

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, ‘বর্তমান ইলেকট্রনিক মিডিয়ার অবদান অনেক বেশি।  যত বেশি সংবাদ প্রকাশিত হবে, তত গণতন্ত্র উন্নত হবে। আমাদের দেশ এগিয়ে যাবে।’ বৃহস্পতিবার (১৩ মার্চ) রাজধানীর পুরান ঢাকার অভিজাত হোটেলে কোর্ট রিপোর্টার ইউনিটির (সিআরইউ) ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

 

তিনি আরো বলেন, ইসলামের তিনটি জিনিস আমার কাছে আশ্চর্য লাগে। হজ, ঈদগাহ মাঠের জামাত ও ইফতার। হজ ও ঈদগাহে অন্য ধর্মালম্বীরা যেতে পারে না। কিন্তু ইফতারে সব ধর্মাবলম্বীরা মিলে আমরা ইফতার করতে পারি।

তাদের সঙ্গেও একটা সম্প্রীতির বন্ধন গড়ে ওঠে। এ তিনটির মাধ্যমে মুহাম্মদ (সা.)-এর একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল মুসলানদের ভ্রাতৃত্ব বোধ বাড়ানো। তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করা। সেজন্য রাসূল (সা.) দূরে গিয়ে ঈদগাহে নামাজ পড়তে বলেছেন।
 

আরো পড়ুন
আছিয়ার জানাজা সম্পন্ন, শোকে আচ্ছন্ন জারিয়া গ্রাম

আছিয়ার জানাজা সম্পন্ন, শোকে আচ্ছন্ন জারিয়া গ্রাম

 

ইফতার মাহফিলে ঢাকা আইনজীবী সমিতির এডহক কমিটির সভাপতি খুরশীদ মিয়া আলম বলেন, ‘রোজার মাস আমাদের জন্য খুশির ও আনন্দের। শারীরিক মানসিক ও চারিত্রিক সব দিক বিবেচনায় রোজা আমাদের একটা নিয়মানুবর্তিতার মধ্যে রাখে। মানুষের ক্রুটি-বিচ্যুতি ক্ষমার মাস রমজান। রমজানের প্রতিদান আল্লাহ নিজের হাতে দেবেন। সে জন্য মুসলমান হিসেবে এটার গুরুত্ব অনেক বেশি।

এ ছাড়া এ মাসে কুরআনও অবতীর্ণ হয়েছে।’

ইফতার মাহফিলে সংগঠনটির সভাপতি লিটন মাহমুদের সভাপতিত্বে উপদেষ্টা অ্যাডভোকেট প্রশান্ত কুমার কর্মকার, সাবেক সভাপতি হাসিব বিন শহিদ ও বর্তমান সাধারণ সম্পাদক মামুন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান, অর্থ সম্পাদক নাইমুর রহমান, দপ্তর সম্পাদক আজহারুল ইসলাম সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিউদ্দিন খান রিফাত, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক রকি আহমেদ ও কার্যনির্বাহী সদস্য তসলিম হোসেন (রনি) উপস্থিত ছিলেন। 

মন্তব্য

সংরক্ষিত জায়গা দখলমুক্ত করতে ঈদের পর রাজউক ও ডিএনসিসির যৌথ অভিযান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সংরক্ষিত জায়গা দখলমুক্ত করতে ঈদের পর রাজউক ও ডিএনসিসির যৌথ অভিযান
সংগৃহীত ছবি

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, 'ড্যাপের নির্ধারিত মাঠ, পার্ক ও জলাশয়ের মৌজা ও দাগ নম্বর উল্লেখ করে আমরা জেলা প্রশাসন, ভূমি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরকে এসব জায়গার খাজনা গ্রহণ ও জমি হস্তান্তর বন্ধ রাখতে আহবান জানাবো। এসব জায়গা ও জলাশয় যেকোনো সরকারি সংস্থা বা ব্যাক্তি মালিকানার হলেও এগুলো সংরক্ষণ করা হবে। দ্রুত সময়ের মধ্যে এসব জায়গায় সাইনবোর্ড লাগানো হবে যেন কোনো ভবন বা স্থাপনা নির্মাণ করা না হয়। অবৈধ দখলমুক্ত করতে ঈদের পরে রাজউক ও ডিএনসিসি যৌথভাবে অভিযান পরিচালনা করবে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে গুলশান নগরভবনে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজের সভাপতিত্বে 'বিশদ অঞ্চল পরিকল্পনা ২০২২-২০৩৫’ প্রস্তাবিত পার্ক, খেলার মাঠ, জলকেন্দ্রিক পার্ক, ইকো পার্ক সমূহের সংরক্ষণ ও দখলমুক্ত করার লক্ষ্যে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। 

আরো পড়ুন
খাদ্যদ্রব্যের গোডাউনে তেলাপোকা-ইঁদুর, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা

খাদ্যদ্রব্যের গোডাউনে তেলাপোকা-ইঁদুর, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা

 

ডিএনসিসি প্রশাসক বলেন, 'ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় রাজউক কর্তৃক প্রণীত 'বিশদ অঞ্চল পরিকল্পনা ২০২২-২০৩৫' তে প্রস্তাবিত পার্ক, খেলার মাঠ, জলকেন্দ্রিক পার্ক, ইকো পার্ক সমূহের থানা, মৌজা ও দাগ নম্বর অনুযায়ী সীমানা চিহ্নিত করে সেগুলো সংরক্ষণের জন্য রাজউকসহ সংশ্লিষ্ট বিভাগের সাথে সমন্বয় করে যৌথভাবে পদক্ষেপ নিব। জেলা প্রশাসন, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, রাজউক ও অন্যান্য সরকারি সংস্থার মালিকানাধীন জমি, খাস জমি ও অন্যান্য খালি জায়গা, মাঠ, পার্ক, জলাশয় এগুলো রক্ষণে সংশ্লিষ্ট দপ্তরের সাথে সমন্বয় করে দ্রুত বাউন্ডারির ব্যবস্থা করা হবে।

'

সভায় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনা. মো. মঈন উদ্দিন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলম, রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম, ডিএনসিসির সচিব মামুন-উল-হাসান, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. নুরুজ্জামান, প্রধান নগর পরিকল্পনাবিদ এস.এম শফিকুর রহমান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
 

মন্তব্য

রাজধানীতে নারীসহ দুজনের অস্বাভাবিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
রাজধানীতে নারীসহ দুজনের অস্বাভাবিক মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীতে পৃথক ঘটনায় নারীসহ দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন শ্যামপুরে মাহাবুব হাসান রুবেল (৪০) ও ভাটারায় ইভা আক্তার (১৮)। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে পৃথক সময়ে ঘটনা দুটি ঘটে। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ দুটি ঢামেক মর্গে রাখা হয়েছে বলে নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

 

শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) হেবজুর রহমান বলেন, ‘আমরা সংবাদ পেয়ে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মৃতের প্রতিবেশী চাচাতো বোন মাহাবুবা আক্তারের শ্যামপুর করিমুল্লাবাগ বাসা থেকে মাহাবুব হাসান রুবেলের (৪০) ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরে  ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’ 

পরিবারের সদস্যরা জানিয়েছেন, মাহবুব হাসান দীর্ঘদিন প্রবাসে ছিলেন। বেশ কয়েক বছর যাবৎ মানসিক সমস্যা দেখা দেয়। এর পর থেকে তিনি কিছুই করতেন না, একা একা ঘোরাফেরা করতেন।

প্রতিবেশী চাচাতো বোনের বাসায় মাঝেমধ্যে যাইতেন। গতকাল ওই বাসায় ছিলেন। তিনি বাসায় সবার অগোচরে ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে মারা যান বলে অভিযোগ উঠেছে। মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মৃত বিল্লাল হোসেনের ছেলে মাহবুব হাসান।

আরো পড়ুন
সামরিক পোশাক পরে শীর্ষ কমান্ডারদের যে নির্দেশ দিলেন পুতিন

সামরিক পোশাক পরে শীর্ষ কমান্ডারদের যে নির্দেশ দিলেন পুতিন

 

অন্যদিকে একই দিন সকাল সাড়ে ১১টার দিকে রাজধানী ভাটারা থানার খিলবাড়িরটেক এলাকায়  ভাড়া বাসায় স্বামীর সঙ্গে অভিমান করে ইভা আক্তার (১৮) নামে গৃহবধূর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। তিনি একটি কসমেটিকস দোকানে কাজ করতেন। 

স্বামী শিহাব চৌধুরী জানান, গত সাত মাস আগে ইভার সঙ্গে প্রেম করে বিয়ে করেন। থাকতেন খিলবাড়ির টেক শাহজাদপুর।

তিনি বলেন, ‘সকালে ঘর পরিষ্কার করা নিয়ে তর্কাতর্কি হয় ইভার সঙ্গে।

পরে আমি কাজের জন্য বের হয়ে যাই। সে সময়ে ইভারও বের হওয়ার কথা ছিল। কিন্তু সে বের হয়নি। তার দেরি দেখে, খবর নিতে গিয়ে দেখতে পাই, সে দরজা বন্ধ করে রুমের ভেতরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে। পরে ছিটকানি ভেঙে সেখান থেকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে বিকেল ৩টায় ডাক্তার মৃত ঘোষণা করেন।’

পটুয়াখালী জেলার দুমকি উপজেলার শ্রীরামপুর গ্রামের নাসির হাওলাদারের মেয়ে ইভা।

মন্তব্য

সর্বশেষ সংবাদ