রাজধানী ঢাকার পল্লবীর মুড়াপাড়া ক্যাম্প এলাকায় অসহায় মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) জুম্মার নাজামের পর তিনটি পত্রিকার উদ্যোগে এই ঈদসামগ্রী বিতরণ করা হয়।
কর্মসূচিতে ৩শ ক্যাম্পবাসী নারী-পুরুষের মাঝে পাঞ্জাবী ও থ্রি-পিস বিতরণ করা হয়। পত্রিকাগুলো হলো-দৈনিক বাঙ্গালীর কাগজ, দৈনিক খবরের আলো ও সাপ্তাহিক নতুন বার্তা।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও নোয়াখালীর বর্তমান পিপি অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, দৈনিক বাঙ্গালীর কাগজের সম্পাদক ও প্রকাশক আকতার হোসেন সাদ্দাম, দৈনিক খবরের আলো পত্রিকার সম্পাদক মো. আমিরুজ্জামান এবং সাপ্তাহিক নতুন বার্তা'র সম্পাদক ও প্রকাশক ইউসুফ আহমেদ তুহিন।
এ সময় অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, ‘আমরা দীর্ঘ ফেসিস্ট শাসন থেকে মুক্ত হয়ে প্রথম ঈদ উৎযাপন করছি। তাই এবারের ঈদ আমরা অনেক বেশী আনন্দঘন পরিবেশে উদ্যাপন করবো। এই ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে গণমাধ্যমের উদ্যোগে এই আয়োজন অনেক বেশী গুরুত্ব বহন করে।
নতুন বার্তা'র সম্পাদক ইউসুফ আহমেদ তুহিন বলেন, ‘পল্লবী নিম্ন আয়ের মানুষের জন্য বিভিন্ন গণমাধ্যমের আয়োজনে এই চলমান কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে এই প্রত্যাশা করছি।’
উল্লেখ্য, ইতিপূর্বে গত ৬ মার্চ পল্লবীর বিভিন্ন গণমাধ্যমের উদ্যোগে রাজুর বস্তিতে ২শ ঈদ উপহার বিতরণ করা হয়েছিল।