পল্লবীতে অসহায় মানুষের মাঝে গণমাধ্যমের ঈদসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
পল্লবীতে অসহায় মানুষের মাঝে গণমাধ্যমের ঈদসামগ্রী বিতরণ

রাজধানী ঢাকার পল্লবীর মুড়াপাড়া ক্যাম্প এলাকায় অসহায় মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) জুম্মার নাজামের পর তিনটি পত্রিকার উদ্যোগে এই ঈদসামগ্রী বিতরণ করা হয়।

কর্মসূচিতে ৩শ ক্যাম্পবাসী নারী-পুরুষের মাঝে পাঞ্জাবী ও থ্রি-পিস বিতরণ করা হয়। পত্রিকাগুলো হলো-দৈনিক বাঙ্গালীর কাগজ, দৈনিক খবরের আলো ও সাপ্তাহিক নতুন বার্তা।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও নোয়াখালীর বর্তমান পিপি অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, দৈনিক বাঙ্গালীর কাগজের সম্পাদক ও প্রকাশক আকতার হোসেন সাদ্দাম, দৈনিক খবরের আলো পত্রিকার সম্পাদক মো. আমিরুজ্জামান এবং সাপ্তাহিক নতুন বার্তা'র সম্পাদক ও প্রকাশক ইউসুফ আহমেদ তুহিন।

এ সময় অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন‌, ‘আমরা দীর্ঘ ফেসিস্ট শাসন থেকে মুক্ত হয়ে প্রথম ঈদ উৎযাপন করছি। তাই এবারের ঈদ আমরা অনেক বেশী আনন্দঘন পরিবেশে উদ্‌যাপন করবো। এই ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে গণমাধ্যমের উদ্যোগে এই আয়োজন অনেক বেশী গুরুত্ব বহন করে।

নতুন বার্তা'র সম্পাদক ইউসুফ আহমেদ তুহিন বলেন, ‘পল্লবী নিম্ন আয়ের মানুষের জন্য বিভিন্ন গণমাধ্যমের আয়োজনে এই চলমান কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে এই প্রত্যাশা করছি।’

উল্লেখ্য, ইতিপূর্বে গত ৬ মার্চ পল্লবীর বিভিন্ন গণমাধ্যমের উদ্যোগে রাজুর বস্তিতে ২শ ঈদ উপহার বিতরণ করা হয়েছিল।

মন্তব্য

সম্পর্কিত খবর

ঈদ উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির নির্দেশনা

অনলাইন প্রতিবেদক
অনলাইন প্রতিবেদক
শেয়ার
ঈদ উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির নির্দেশনা
ফাইল ছবি

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর পান্থপথ এবং নিউ মার্কেটসহ বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে ডিএমপি। আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

ঢাকার বিভিন্ন মার্কেটে এলাকায় যানবাহনের চলাচলের সুবিধার্থে এবং মহানগরের অন্যান্য রাস্তা চলমান রাখার জন্য কয়েকটি স্পটে ডাইভারশন দেওয়ার কথা জানায় পুলিশ।

আগামী ২১ ও ২২ মার্চ এবং এর পরে ২৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত এই ডাইভারশনগুলো মোতায়েন থাকবে।

ক্রসিংগুলো হলো :

১. পান্থপথ এলাকা, নিউ মার্কেট এলাকা, ধানমণ্ডি, মোহাম্মদপুর, ঝিগাতলা এবং মিরপুর- এসব এলাকায় যাওয়ার জন্য যানবাহনকে সোনারগাঁও ক্রসিং থেকে শাহবাগ ঘুরে আসতে হবে।

২. পান্থপথ, গ্রিন রোড ক্রসিং থেকে সোনারগাঁও ক্রসিংগামী যানবাহনকে (পান্থপথে ইউটার্নকারী যানবাহনসহ) গ্রিন রোডে, রাসেল স্কয়ার বা ফার্মগেটের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।

৩. মিরপুর রোড ও ধানমণ্ডি থেকে আসা নিউ মার্কেটগামী যানবাহনকে সায়েন্সল্যাব ক্রসিং হতে বাঁয়ে মোড় নিয়ে এলিফ্যান্ট রোড বা কাঁটাবন রোড অথবা পলাশী ক্রসিং হয়ে চলাচলের জন্য ডাইভারশন দেওয়া হবে।

৪. নিউ মার্কেটের সামনে দিয়ে মিরপুর সড়কগামী যানবাহনকে (সিটি বাস ছাড়া) নিউ মার্কেট ক্রসিং হতে নীলক্ষেত ক্রসিং বা আজিমপুর ক্রসিং বা নিউ মার্কেট-পিলখানা সড়কের দিকে ডাইভারশন দেওয়া হবে।

এ ছাড়া নিউ মার্কেট ক্রসিং থেকে সায়েন্সল্যাব ক্রসিং পর্যন্ত মিরপুর রোডের উভয় পাশে রিকশা চলাচলের জন্য আলাদা লেন (যে লেন দিয়ে কমপক্ষে ৩টি রিকশা পাশাপাশি চলতে পারবে) তৈরি করা হচ্ছে।

সব রিকশাচালক ও যাত্রীদের ওই লেনে চলাচল করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। যারা কেনাকাটা করবেন না তাদের ওই দিনগুলোয় মার্কেটসংলগ্ন রাস্তা যথাসম্ভব পরিহার করে বিকল্প পথে চলাচলের জন্য অনুরোধ করা হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

মশা নিয়ন্ত্রণে কাজ করবেন সাড়ে পাঁচ হাজার স্বেচ্ছাসেবক : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
মশা নিয়ন্ত্রণে কাজ করবেন সাড়ে পাঁচ হাজার স্বেচ্ছাসেবক : ডিএনসিসি প্রশাসক

আসন্ন বর্ষার মৌসুমে এডিস মশার বংশবিস্তার রোধে জনসচেতনতামূলক কার্যক্রমে ডিএনসিসির সাথে কাজ করবেন সাড়ে ৫ হাজার সেচ্ছাসেবক বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)। ডিএনসিসি আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে প্রস্তুতি ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে সোমবার (১৭ মার্চ) সকালে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ এসব কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন,‌ ‌‘মশা নিয়ন্ত্রণে জনসচেতনতার বিকল্প নেই। তাই জনসচেতনতা বৃদ্ধিতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেব।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন গণপরিসরগুলিতে মশা নিধনের আধুনিক ফাঁদ স্থাপন করা হবে।’ 

তিনি আরো বলেন, ‘মশা নিধনে ডিএনসিসির ব্যবহৃত কীটনাশকগুলোর নিরপেক্ষ ল্যাবে কার্যকারিতা পরীক্ষা করা হবে।’

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলম, বিভিন্ন সংস্থা থেকে আগত প্রতিনিধিগণ এবং অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মন্তব্য

জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

সাভার (ঢাকা) সংবাদদাতা
সাভার (ঢাকা) সংবাদদাতা
শেয়ার
জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
সংগৃহীত ছবি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধের সৌন্দর্যবর্ধন ও রক্ষণাবেক্ষণ কাজ করার লক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৯ দিনের জন্য জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ। রবিবার রাতে জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকে এসংক্রান্ত একটি নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। সোমবার (১৭ মার্চ) সকাল থেকে ২৫ মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

নোটিশে বলা হয়েছে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ভিআইপিদের নিরাপত্তার জন্য ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সব ধরনের দর্শনার্থী প্রবেশ সংরক্ষিত থাকবে।

জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধকে ধুয়ে-মুছে ও রংতুলির আঁচড়ে নতুন করে সাজানো হবে। বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানোর পাশাপাশি ভিআইপি দর্শনার্থীদের নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। এ জন্য ১৭ থেকে ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সব ধরনের দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এতে আরো বলা হয়েছে, ২৬ মার্চ সকালে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও বিদেশি কূটনৈতিকসহ ভিআইপি অতিথিরা জাতীয় স্মৃতিসৌধের শ্রদ্ধা নিবেদন করবেন।

তারা চলে যাওয়ার পর জাতীয় স্মৃতিসৌধ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

মন্তব্য

চৈত্রের বিকেলে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
চৈত্রের বিকেলে রাজধানীতে স্বস্তির বৃষ্টি
ছবি : ফোকাস বাংলা

শুরু হয়েছে চৈত্র মাস। এরই মধ্যে মৃদু তাপপ্রবাহের আভাসও দিয়ে রেখেছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল চৈত্রের শুরুর গরমে ছিল অস্বস্তি। সেই অস্বস্তি কাটিয়ে স্বস্তির বৃষ্টি ঝড়ল রাজধানীতে।

সোমবার বিকেলে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় বৃষ্টি হয়েছে। এতে কিছুটা হলেও গরমের আধিক্য কমেছে। আর তাপমাত্রা কমে যাওয়ায় কিছুটা স্বস্তি অনুভব করছে রাজধানীর মানুষজন।

এর আগে সোমবার (১৭ মার্চ) দুপুর ২টা ৮ মিনিটে নিজের ফেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে সন্ধ্যার মধ্যে রাজধানী ঢাকাসহ এর আশপাশের জেলায় বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।

পোস্টে মোস্তফা কামাল পলাশ লিখেছেন, ঢাকা শহরের ওপর দিয়ে বৃষ্টিপাত অতিক্রমের সম্ভব্য সময় দুপুর আড়াইটার পর থেকে সন্ধ্যা ৬টার মধ্যে।

এদিকে সোমবার আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাঙামাটি, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ