<p> পবিত্র ঈদুল ফিতরে মুক্তিপ্রতীক্ষিত সাত ছবির মধ্যে তিনটি ছবি ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের। তবে চ্যানেল আইয়ের পর্দায় আরো দুটি ছবির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হচ্ছে। ইমপ্রেস টেলিফিল্মের পরিচালক ইবনে হাসান খান এ তথ্য জানান।<br /> ছবিগুলো প্রসঙ্গে ইমপ্রেস টেলিফিল্মের পরিচালক ইবনে হাসান খান বলেন, তিনটি ছবি ওয়ার্ল্ড প্রিমিয়ার আর দুইটি ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার। যার মধ্যে প্রিয়া তুমি সুখী হও, আদরের জামাই ও আকাশ কত দূরে বাণিজ্যিক ঘরানার। মুক্তি ও হেডমাস্টার আসলে মনে দাগ কাটার মতো ক্লাসিক ছবি দর্শকদের উপহার দিতে চেয়েছি।<br /> জানা গেছে, ঈদে সিনেমা হলসহ চ্যানেল আইয়ে তিনটি ছবি মুক্তি পাচ্ছে। মুক্তিপ্রাপ্ত ছবিগুলো হচ্ছে- পি এ কাজলের পরিচালনায় দিতি, সোহেল রানা ও হেলাল খান অভিনীত 'মুক্তি বিটি', দেলোয়ার জাহান ঝন্টু পরিচালনায় আলমগীর, সুবর্ণা মুস্তাফা, বন্যা মীর্জা অভিনীত 'হেড মাস্টার' ও গীতালি হাসানের পরিচালনায় সোহেল রানা, সুচরিতা, ফেরদৌস ও শায়লা সাবি অভিনীত 'প্রিয়া তুমি সুখী' ছবি। এ ছাড়া ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হচ্ছে সামিয়া জামানের রাজ্জাক, শর্মিলী আহমেদ, মোস্তফা প্রকাশ ও ফারিয়া অভিনীত 'আকাশ কত দূরে'  ও শাহাদাৎ হোসেন লিটনের শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত 'আদরের জামাই' ছবিটি।<br /> উল্লেখ্য, ঈদের দিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে প্রিয়া তুমি সুখী হও। পরের দিন সকাল সাড়ে ১০টায় 'আকাশ কতো দূরে', তৃতীয় দিন সকাল সাড়ে ১০টায় 'আদরের জামাই', চতুর্থ দিন সকাল সাড়ে ১০টায় 'মুক্তি' এবং পঞ্চম দিন সকাল সাড়ে ১০টায় 'হেডমাস্টার' চ্যানেল আইয়ে প্রচারিত হবে।<br />  </p>