<p>‘নিরব আমার স্নেহের ছোট ভাই। সাইফ চন্দনও আমার পছন্দের ছোট ভাই। তারা দু’জনই আমার খুব স্নেহের ছোট ভাই। অনেক শুভকামনা থাকলো তাদের ছবিটির জন্য। ছবিটা যেনো ভালো ব্যবসা করে। আমি ছবিটির ট্রেলার দেখেছি গান দেখেছি, আমার ভীষণ ভালো লেগেছে। আমার বিশ্বাস ছবিটি সবার ভালো লাগবে। এই ছবির সফলতা কামনা করছি।</p> <p>কথাগুলো বলছিলেন বাংলাদেশের চলচ্চিত্রের এই সময়ের শীর্ষ নায়ক শাকিব খান। তিনি নিরব অভিনীত আব্বাস ছবিটির মুক্তির ঠিক পূর্ব মুহূর্তে মুগ্ধতা ও শুভ কামনা জানিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন। ভিডিওতে নায়ক নিরব ও সাইফ চন্দনকে পাশে নিয়ে শাকিব তার কথাগুলো বলে গেছেন।</p> <p>নিরব বলেন, শাকিব ভাই আমার খুব পছন্দের মানুষ। তিনি সবসময় আমাকে সমর্থন দেন। ভালো কাজে উৎসাহ যোগান। আমার আব্বাস ছবিটি মুক্তির আগে তিনি শুভ কামনা জানিয়েছেন। ট্রেলার দেখেও প্রশংসা করেছেন। এটা আমার জন্য বাড়তি পাওয়া। </p> <p>পুরান ঢাকার অনাথ এক ছেলের নাম আব্বাস। বাবা-মা হীন জীবন তার। আজ এখানে কাল ওখানে কেটে যায় তার দিনগুলো। যত্ন নেই, স্নেহ-মমতা নেই। নির্ঘুম অনাহারে অনিশ্চিত এক ভবিষ্যতের অপেক্ষায় বেঁচে থাকা তার। হঠাৎ একদিন পড়ে যায় ভয়ঙ্কর এক চক্রের হাতে।</p> <p>সেখানে আশ্রয়ে প্রশ্রয়ে বেড়ে ওঠা আব্বাস এলাকার ত্রাস বনে যায়। এমন এক গল্পে নির্মিত হয়েছে অ্যাকশন-রোমান্টিক ঘরানার চলচ্চিত্র ‘আব্বাস’। সাইফ চন্দন পরিচালিত এ সিনেমাতে নাম ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব হোসেন। তার বিপরীতে রয়েছেন অভিনেত্রী সোহানা সাবা। ছবিটিতে আরও অভিনয় করেছেন আলেকজান্ডার বো, আইরিন, সূচনা আজাদ, জয়রাজ, ডন, শিমুল খান, ইলোর গহর প্রমুখ।</p> <p>আজ শুক্রবার থেকে ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার, মধুমিতা, বলাকা, রাজমনি, সেনা, শাহীন, পুনম, এশিয়া, গীত, মুক্তি, পুরবী হলে মুক্তি পাচ্ছে ‘আব্বাস’।</p> <p>এছাড়াও ঢাকার বাইরে রানীমহল (ডেমরা), চম্পাকলি (টঙ্গি), বর্ষা (জয়দেব পুর), নিউগুলশান (জিনজিরা), গুলশান (নারায়নগঞ্জ), দর্শন (ভৈরব), শাপলা (রংপুর), মানষী (কিশোরগঞ্জ), মাধবী (মধুপর), রজনীগন্ধা (পাবনা চালা), রূপকথা (শেরপুর), আলমাস (চট্টগ্রাম), অভিরুচি (বরিশাল), পূরবী (ময়মনসিং), রাজিয়া (নাগরপুর), মালঞ্চ (টাঙ্গাইল), শঙ্খ (খুলনা), লিবার্টি (খুলনা), বনলতা (ফরিদপুর), রাজ (কুলিয়ার চর), বিজিপি (শিলেট), হ্যাপী (লক্ষীপুর), মুন (হোমনা), মেহেরপুর টকিজ (মেহেরপুর), মোহন (হবিগঞ্জ) চলবে ছবিটি।</p> <p><iframe frameborder="0" height="315" src="https://www.youtube.com/embed/d54uJ3gBxQs" width="560"></iframe></p>