<p>২০০ কোটি টাকার অর্থ আত্মসাৎ মামলায় দিল্লি পুলিশের কাছে হাজিরা দিতে দিল্লি পৌঁছেছেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখার জিজ্ঞাসাবাদে জন্য হাজির হয়েছেন তিনি।</p> <p><img alt=\"\" src=\"http://cdn.kalerkantho.com/public/news_images/ckfinder/innerfiles/images/95dad04b1c6818396e11252c7374f023.jpg\" style=\"height:1350px; width:900px\" /><em><span style=\"font-size:14px\">আবেদনময়ী অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ</span></em></p> <p>এর আগে ১২ সেপ্টেম্বর দিল্লি পুলিশের কাছে হাজিরা দিতে যাননি এই অভিনেত্রী। পূর্বনির্ধারিত কাজ থাকায় হাজিরা দিতে পারবেন না বলে দিল্লি পুলিশকে জানিয়েছিলেন তিনি।</p> <p><img alt=\"\" src=\"http://cdn.kalerkantho.com/public/news_images/ckfinder/innerfiles/images/jacqueline-fernandez-hot-photos-201610-1656662516.jpg\" style=\"height:962px; width:900px\" /><span style=\"font-size:14px\"><em>আবেদনময়ী অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ</em></span></p> <p>জ্যাকলিন ফার্নান্দেজ সকাল ১১.৩০ নাগাদ দিল্লির অর্থনৈতিক অপরাধ শাখার মন্দির মার্গ অফিসে পৌঁছেছেন।</p> <p>সুকেশের সঙ্গে অভিনেত্রীর কথিত সম্পর্ক এবং তাঁর কাছ থেকে যে উপহারগুলো পেয়েছে সে সম্পর্কে প্রশ্নের একটি দীর্ঘ তালিকা প্রস্তুত করেছে দিল্লি পুলিশ, এমনটাই জানিয়েছেন কর্মকর্তারা।</p> <p>এদিকে মামলার প্রধান আসামি সুকেশ চন্দ্রশেখর বর্তমানে দিল্লির কারাগারে বন্দি।  তার বিরুদ্ধে ১০টিরও বেশি ফৌজদারি মামলা নথিভুক্ত আছে।  </p> <p>জ্যাকলিনকে শেষ দেখা গিয়েছিল ‘অ্যাটাক : পার্ট ১’ চলচ্চিত্রে জন আব্রাহাম, রাকুল প্রীত সিং, প্রকাশ রাজ ও রত্না পাঠক শাহের সঙ্গে। সম্প্রতি তিনি কন্নড় চলচ্চিত্র ‘বিক্রান্ত রোনা’র গান রা রাক্কাম্মায় একটি বিশেষ উপস্থিতিও করেছিলেন। অক্ষয়ের সঙ্গে ‘রামসেতু’সহ তার হাতে বেশ কিছু সিনেমার কাজ রয়েছে বর্তমানে।</p> <p>সূত্র : এনডিটিভি</p>