<p>বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে দাম্পত্য বিচ্ছেদ ভুলে আবারও এক হচ্ছেন শাকিব খান ও অপু বিশ্বাস। এই মুহূর্তে শাকিব-অপু দুজনই রয়েছেন যুক্তরাষ্ট্রে। দুজনকে একসঙ্গে দেখাও গেছে নিউ ইয়র্কের রাস্তায়। শনিবার দেশের শোবিজ অঙ্গনে এটি ছিল আলোচিত টপিক। তবে এবার জানা গেল নতুন খবর। </p> <p>এবার নওশীন-হিল্লোলের মেয়ে মেহভিশার প্রথম জন্মদিনের অনুষ্ঠানে শাকিব খান ও অপু বিশ্বাসকে একসঙ্গে দেখা গেল। </p> <p>তবে এর আগে নিউ ইয়র্কে প্রিসিলার লাইভে দেখা গেছে অপু বিশ্বাসকে। এক ঘণ্টার বেশি প্রিসিলার লাইভে কথা বলেছেন অপু বিশ্বাস। সেখানে অবশ্য নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সেভাবে কথা বলেননি। জানালেন, নিউ ইয়র্কে বেশ কিছুদিন থাকবেন। ছেলে জয়কে নিয়ে দর্শনীয় স্থানগুলো দেখাবেন। এ ছাড়াও লাইভে অনেক অজানা প্রশ্নের উত্তরও দিয়েছেন অভিনেত্রী।</p> <p>জীবনে সবচেয়ে সেরা সিনেমা হিসেবে ‘দেবদাস’কে উল্লেখ করেছেন প্রিসিলার এক প্রশ্নের জবাবে। অপু বিশ্বাস বলেন, ‘এই মুভিতে অভিনয় করে অনেক এনজয় করেছি। এই সিনেমার মজার বিষয় হলো, এখানে যে কান্নার দৃশ্যগুলো রয়েছে সেগুলো করতে গিয়ে আমার গ্লিসারিন ব্যবহার করতে হয়নি।’ </p> <p>প্রিসিলার সাথে একান্ত আলাপচারিতায় অপু বিশ্বাস জানিয়েছেন, প্রিসিলার প্রায় সব ভিডিও অপু বিশ্বাসের দেখা এবং তাকে প্রচণ্ড ভালোবাসেন তিনি।</p> <p>এ লাইভে তিনি নিজের ঈদে মুক্তিপ্রাপ্ত ‘লাল শাড়ি’ সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে বলেন, ‘এটি আমার প্রথম প্রযোজনা। আমি যে প্রথম সিনেমা প্রযোজনা করছি তা বুঝতে দেয়নি কেউ। বেশি চিন্তা করতে হয়নি। আমার যারা সহশিল্পী ছিলেন। তারা খুবই সাপোর্টিভ ছিলেন। তাদেরকে বলেই দিতে হয়নি যে কী করতে হবে কী না করতে হবে। তারা নিজ থেকেই সব করে গেছেন। সবাই অনেক সাহায্য করেছে। তাই সামনে থেকে প্রতিবছর একটা করে সিনেমা প্রযোজনা করতে চাই আমার অপু-জয় প্রডাকশন হাউস থেকে।’</p> <p>প্রিসিলার লাইভ অনুষ্ঠানে অপু আরো বলেন, “নিউ ইয়র্ক আসার আগে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটা দেখে এসেছি। মুক্তি পাওয়া অন্য সিনেমাগুলো নিউ ইয়র্ক থেকে যাওয়ার পর দেখব।”</p> <p>পুত্র জয়ের পছন্দ-অপছন্দ নিয়েও কথা বলেন তিনি। নিজের লম্বা জার্নিতে পরিবারের উৎসাহ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘আমার মা আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন, উৎসাহ দিয়েছেন। পাশাপাশি আমার কাকাও খুব হেল্প করেছেন। তাদের কারণেই আমি এখানে আসতে পেরেছি।’</p>