<p>সম্প্রতি ওটিটি প্ল্যাটফরমে মুক্তি পেয়েছে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশার প্রেমের গল্পে আবর্তিত হয়েছে সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি স্ক্রিপ্টও লিখেছেন তিশা। শুধু তা-ই নয়, এবার জানা গেল সিনেমার জন্য একটি গানও গেয়েছেন এই অভিনেত্রী। </p> <p>গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে নিজের কণ্ঠে নতুন গান আসার খবর দেন তিশা। গানটির লিংক শেয়ার করে তিশা ক্যাপশনে লিখেছেন, অভিনয়, স্ক্রিপ্ট লেখার পর এবার চলে এলো তিশার কণ্ঠে গান! তিনি যেন সর্বেসর্বা! সঙ্গে জুড়ে দিয়েছেন গানটির কিছু লাইন।</p> <p>জানা যায়, ‘অটোবায়োগ্রাফি’ শিরোনামে গানটির কথা লিখেছেন ইশতিয়াক আহমেদ এবং সুর ও সংগীতায়োজন করেছেন পাভেল আরিন। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন নুসরাত ইমরোজ তিশা।</p> <p>এদিকে অনেক বছর পর গানে কণ্ঠ দিয়েছেন অভিনেত্রী। ক্যারিয়ারের শুরুর দিকে ‘স্ট্রিমিং অ্যান তিশা’ ব্যান্ডের হয়ে তিশার গায়কিতে নজরুলগীতি ‘এই শিকল পরা ছল’ গানটি বেশ জনপ্রিয় হয়েছিল। তারপর আবার ‘অটোবায়োগ্রাফি’ শিরোনামের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন।</p>