<p>মুক্তির অপেক্ষায় প্রভাসের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘সালার।’ দীর্ঘ সময় ধরেই সিনেমাটির অপেক্ষায় ভক্তরা। অবশেষে ডিসেম্বরে মুক্তি পেতে যাচ্ছে ‘সালার : পার্ট ১’। শাহরুখ খানের ‘ডানকি’র সঙ্গেই মুক্তি পাবে সালার। তবে সিনেমাটির হাইপ এত বেশি যে শাহরুখ খানের ডানকিকে বেগ পোহাতে হতে পারে বক্স অফিসে। আর এই তুমুল হাইপের পেছনে যে দুটি নাম রয়েছে তারা হলেন- পরিচালক প্রশান্ত নীল ও বাহুবলী তারকা প্রভাস। আর সালারের নির্মাণে এই দুজন নিয়েছেন সর্বাধিক পারিশ্রমিকও। </p> <p>ইতিমধ্যেই জানা গেছে, দুই কিস্তিতে নির্মাণ হতে যাচ্ছে সালার। যার প্রথম কিস্তি ‘সালার : পার্ট ১-সিজফায়ার’ মুক্তি পেতে যাচ্ছে ২২ ডিসেম্বর। বক্স অফিস ও ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সিনেমাটি নির্মাণে খরচ হয়েছে ৪০০ কোটি রুপি। বিগ বাজেটের এই সিনেমায় কোন তারকা কত পারিশ্রমিক নিয়েছেন? চলুন জেনে নেওয়া যাক-</p> <p>নিউজ ১৮ এবং জি নিউজের মতে, ‘সালার : পার্ট ১-সিজফায়ার’-এ প্রভাস তার প্রধান ভূমিকার জন্য ১০০ কোটি রুপির মোটা পারিশ্রমিক নিচ্ছেন। ‘বাহুবলী’ তারকা সিনেমাটির লাভের অংশ হিসেবে আরো ১০ শতাংশ পাবেন বলেও জানা গেছে।</p> <p><iframe frameborder="0" height="400" scrolling="no" src="https://www.youtube.com/embed/HihakYi5M2I" width="600"></iframe></p> <p>সালারের অপর প্রধান অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন, যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এতে, তিনি প্রভাসের তুলনায় অনেক কম পারিশ্রমিক নিচ্ছেন সালারের জন্য। জি নিউজের প্রতিবেদন অনুসারে, সালারে অভিনয় করার জন্য চার কোটি রুপি নিয়েছেন পৃথ্বীরাজ। অপরদিকে সালারের আরেক গুরুত্বপূর্ণ অভিনেতা জগপতি বাবু পৃথ্বীরাজ সুকুমারানের সমান ফি নিচ্ছেন, অর্থাৎ চার কোটি রুপি।</p> <p>‘সালার : পার্ট ১-সিজফায়ার’-এ প্রভাসের বিপরীতে নারীপ্রধান চরিত্রে অভিনয় করেছেন শ্রুতি হাসান। জি নিউজের প্রতিবেদন অনুসারে, এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি আট কোটি রুপি নিয়েছেন। </p> <p>‘সালার’-এর মূল কারিগর, অর্থাৎ প্রশান্ত নীল, যিনি সালার পরিচালনা করেছেন, তিনি নিয়েছেন ৫০ কোটি রুপি। মূলত এই পরিচালকের কারণেই সালারের হাইপ এতটা বেশি। কেজিএফের সাফল্যের পর দর্শক পর্যায়ে প্রশান্ত নীলের ভিন্নরকম জনপ্রিয়তা তৈরি হয়েছে। এবার সালার দিয়ে আরো একটি বড় ধামাকা উপহার দিতে যাচ্ছেন তিনি। </p> <p>হম্বলে ফিল্মস প্রযোজিত ‘সালার’ দুই কিস্তিতে নির্মাণ হতে যাচ্ছে। প্রথমটি মুক্তির অপেক্ষায়। দ্বিতীয় কিস্তির বিষয়ে এখনো বিস্তারিত প্রকাশ হয়নি। ‘সালার : পার্ট ১-সিজফায়ার’-এ আরো অভিনয় করেছেন ববি সিমহা, টিনু আনন্দ, ঈশ্বরী রাও, শ্রীয়া রেড্ডি এবং রামচন্দ্র রাজু। ২২ ডিসেম্বর মুক্তি পাবে সালার।</p>