<p>ঠোঁটকাটা হিসেবে বরাবরই  খ্যাতি রয়েছে টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রের। কোনো বিষয়েই তিনি লুকোচুরি পছন্দ করেন না। যেকোনো বিষয়ে সোজাসাপ্টা কথা বলতে পছন্দ করেন অভিনেত্রী। সামাজিক বিভিন্ন ইস্যুতে নিয়মিত কথা বলতে দেখা যায় তাকে। সম্প্রতি আর জি করের ধর্ষণকাণ্ডে উত্তাল পশ্চিমবঙ্গ তথা ভারত। এই ঘটনায় শুরু থেকেই প্রতিবাদ জানিয়েচেন শ্রীলেখা। রাস্তায় নেমেছেন বিচারের দাবিতে। ধর্ষকদের কড়া শাস্তির দাবিতে অনড় তিনি। এবার পুরুষ জাতিকেই কুকুরের সঙ্গে তুলনা করে বসলেন এই অভিনেত্রী।</p> <p>মঙ্গলবার সামাজিক মাধ্যমে একটি আর্টিকেল শেয়ার করেন অভিনেত্রী। যেখানে লেখা রয়েছে, ‘মধ্যপ্রদেশের ১৪ বছরের মেয়েকে ধর্ষণের হাত থেকে বাঁচালো পোষা কুকুর’। আর সেটি শেয়ার করে শ্রীলেখা লিখলেন, ‘আমি যত বেশি পুরুষদের দেখি, তত বেশি করে আমি আমার গড (থুরি) ডগকে (পোষ্য কুকুরটিকে) ভালোবেসে ফেলি। - মার্ক টোয়েন মিত্র।’</p> <figure class="image"><img alt="4" height="439" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/saikot/Dev 2/FFBGFGBG.JPG" width="400" /> <figcaption><sup><em>শ্রীলেখা মিত্রের ফেসবুক থেকে নেয়া</em></sup></figcaption> </figure> <p>যদিও শ্রীলেখা মার্ক টোয়েনের কোটেশনটি সামান্য বদলে নিয়েছেন। আসলটি হল, ‘The more I learn about people, the more I like my dog’। আর্থাৎ মানুষের থেকে কুকুর ভালো। তবে সেটিকেই পুরুষের থেকে কুকুর ভালো, এমনটা করে নিয়েছেন অভিনেত্রী। </p> <p>সম্প্রতি আর জি কর ধর্ষণকাণ্ডে উত্তাল ভারত। এরইমধ্যে প্রকাশ হয়েছে হেমা কমিটির রিপোর্ট, যেখানে উঠে এসেছে মালয়ালম সিনে ইন্ডাস্ট্রির একের পর এক কালো অধ্যায়। আর তাতেই নিজের পুরনো এক ক্ষত সামনে আনেন শ্রীলেখা। দক্ষিণী পরিচালক রণজিতের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন শ্রীলেখা। ২০০৯ সালে পরিচালকের হাতে তিনি যে যৌন নিগ্রহের শিকার হয়েছেন বলে অভিযোগ তার। ২৫ আগস্ট রণজিৎ কেরল চলচ্চিত্র অ্যাকাডেমির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন। তারপর দিনই অর্থাৎ ২৬ অগস্ট সোমবার শ্রীলেখা মিত্র লিখিত অভিযোগে দায়ের করেন রণজিতের নামে। শ্রীলেখার  অভিযোগ গ্রহণ করেছে কোচি পুলিশ।</p>