<p>স্বৈরাচার সরকার পতনের পর দেশে নানা সেক্টরে সংস্কার চলছে। এবার সংস্কারের ডাক দিলেন দেশের ডাবিংশিল্পীরা। তাদের সেক্টরে আরোপিত কালাকানুন বাতিলের ডাক দেন তারা। আজ (৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ডাবিংশিল্পে আরোপিত কালাকানুন বাতিলের দাবিতে মতবিনিময়সভার আয়োজন করেন ডাবিংশিল্পী ও কলাকুশলীরা। এ শিল্পে জড়িত শিল্পীরা দাবি করেন, আগামীর বাংলাদেশে এমন টিভি চ্যানেল তৈরি হবে, যেখানে ২৪ ঘণ্টাই পরিবেশ সচেতনতা বিষয়ক বা শিক্ষামূলক বিভিন্ন দেশের কন্টেন্ট বাংলা ভাষায় ডাবিং করে প্রচার হবে। ডাবিংশিল্পে জড়িত শিল্পীরা এ সময় ডাবিংয়ের মাধ্যমে অন্য দেশের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ স্থাপনের মাধ্যম হিসেবেও বর্ণনা করেন। এ সময় তারা জানান, কিছু স্বার্থান্বেষী মহল ডাবিংকৃত সিরিয়াল বন্ধের জন্য বিগত সরকারের কাছে আবেদন করলে তা ডাবিংশিল্পের ওপর খড়গ নেমে আসে।</p> <p>ফ্যাসিস্ট সরকারের আমলে পাস হওয়া অধ্যাদেশ অবিলম্বে বাতিল করার দাবিও জানান শিল্পীরা। অনুষ্ঠানে আসা অতিথিরা জানান, গণসচেতনতা বিকাশ ঘটানো শিল্পীদের সবচেয়ে বড় কাজ। বাংলাদেশের টিভি চ্যানেলগুলোতে মানসম্মত কাজের অভাব আছে জানিয়ে তারা বলেন, দেশের স্বার্থবিরোধী কোনো কাজ করা যাবে না। দেশের দর্শককে দেশীয় চ্যানেলের প্রতি আগ্রহী করে তুলতে বিদেশি ভাষার ডাবিংকৃত সিরিয়ালগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও মনে করেন তারা। অনুষ্ঠানে  ডাবিং পেশার সঙ্গে জড়িত কলাকুশলীরা ছাড়াও উপস্থিত ছিলেন লেখক, গবেষক সারোয়ার তুষার ও লেখক সাংবাদিক ফারুক ওয়াসিফ।</p>