<p>গ্রাউন্ড জিরোতে গতকাল সংস্কারকামী ৪৭ অভিনয়শিল্পী এক হয়ে ‘অভিনয়শিল্পী সংঘ’র কাছে পাঁচটি দাবি জানিয়েছেন। অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলেন, ‘অভিনয়শিল্পী সংঘর সঙ্গে বেশ কয়েকবার আমরা আলোচনা করতে চেয়েছি। চিঠি পাঠানোর পর তারা জানায়, তারা শুধু সংগঠনের সদস্যদের সঙ্গে বসবে। কিন্তু আমরা সব সাধারণ পেশাদার অভিনয়শিল্পী একসঙ্গে আলোচনা করে সংস্কার করতে চেয়েছি।</p> <p>আমাদের পাঁচ দাবি, কথা বলার অধিকার নিশ্চিত করা এবং শিল্পীদের সঙ্গে যে ঘটনা ঘটিয়েছে সে জন্য দুঃখ প্রকাশ করা। নির্দিষ্ট শাসনকাঠামোর পক্ষে অবস্থান নিয়ে মানবিক প্রসঙ্গ এড়িয়ে যাঁরা অমানবিক-অশিল্পীসুলভ আচরণ করেছেন তাঁদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে। প্রথম দুই প্রস্তাবে অনীহা প্রকাশ করলে বর্তমান কমিটি বিলুপ্ত করে সবাইকে পদত্যাগ করতে হবে এবং অন্তর্বর্তীকালীন রিফর্মেশন কমিটি গঠন করতে হবে। সর্বশেষ দাবি, অভিনয়শিল্পীদের স্বার্থ, অধিকার ও মর্যাদা রক্ষায় বৈষম্যহীন  সংগঠনের রূপরেখা প্রণয়ণ করা।’</p> <p>বাঁধন আরো বলেন, ‘আমরা সংস্কারকামী সমন্বিত সাধারণ অভিনয়শিল্পীর পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি, আসুন, আমরা একযোগে আমাদের সব অভিনয়শিল্পীর স্বার্থ, অধিকার ও মর্যাদা রক্ষা করবে যে সংগঠন, সে ধরনের একটি সংগঠনের রূপরেখা প্রণয়ণ করি।’</p> <p>অভিনয়শিল্পীদের মধ্যে গতকাল বাঁধন ছাড়াও উপস্থিত ছিলেন শ্যামল মাওলা, এফ এস নাঈম, সুষমা সরকার, নাদিয়া আহমেদ, মৌসুমী হামিদ, খায়রুল বাশার, নাজিয়া হক অর্ষা, ইন্তেখাব দিনার, কাজী নওশাবা আহমেদ, মনোজ প্রামাণিকসহ ৪৭ জন।</p>