<p>দুর্ঘটনার কবলে অভিনেত্রী মধুমিতা সরকারের গাড়ি। সোমবার নিমতলা ঘাটের কাছে ভূতনাথ মন্দিরে পুজা দিয়ে ফেরার সময় ঘটনাটি ঘটে। এরপরেই অভিনেত্রী সামাজিক মাধ্যমে লাইভ করেন। বরাতজোরে প্রাণরক্ষা পায় তার। শুটিংয়ের ফাঁকে এদিন পুজা দিতে গিয়েছিলেন মধুমিতা। তার বিপদের কথা শুনে দুশ্চিন্তায় ভক্তরাও।</p> <p>সামাজিক মাধ্যমে লাইভে এসে মধুমিতা জানিয়েছেন, ভূতনাথ মন্দিরে পুজা দিতে যাওয়ার সময় তার সঙ্গে এই সাংঘাতিক ঘটনাটি ঘটে। সেই সময় তার গাড়িতে আচমকা এসে একটি বড় ট্রাক বাজেভাবে ধাক্কা মারে। তিনি এও বলেন, একটু হলে খুব খারাপ কিছু হয়ে যেতে পারত তার সঙ্গে। তবে একইসঙ্গে অভিনেত্রীর ঈশ্বরের উপর ভরসার জায়গা থেকে সংযোজন, তার হয়তো কিছুই হত না। কারণ, ঈশ্বর তার সঙ্গে রয়েছেন প্রতি মুহূর্তে। তিনি সমস্ত বিপদে রক্ষা করেন অভিনেত্রীকে।</p> <p>এই মুহূর্তে কেমন আছেন অভিনেত্রী? কলকাতার গণমাধ্যম থেকে যোগাযোগ করা হয়েছিল তার সঙ্গে। মধুমিতা বলেন, ‘ভূতনাথ-এ পুজা দিতে যাচ্ছিলাম। আমি এখন ঠিক আছি। তবে গাড়িতে লেগেছে। বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার একটি গাড়ি আচমকাই এসে ধাক্কা দেয়। আসলে একজন বয়স্ক ভদ্রলোক গাড়ি চালাচ্ছিলেন। সম্ভবত, মত্ত অবস্থায় ছিলেন তিনি। এই ঘটনার পর পালানোর চেষ্টাও করেছিলেন। তবে তিনি সেটা করে উঠতে পারেননি। তাকে ধরে নেওয়া হয়েছে। প্রোডাকশনের লোকেরাই সমস্ত ব্যবস্থা করেছে।’</p> <p>তবে মধুমিতা ঠিক থাকলেও তার গাড়ির অবস্থা ভীষণই খারাপ। অভিনেত্রী বলেছেন, ‘আসলে গাড়িটার খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছে। পিছন দিক থেকে এসে এমনভাবেই ধাক্কা মেরেছে যে বলে বোঝানোর মতো নয়। আর আমি নিজেও ওখানেই বসেছিলাম সেই সময়। খারাপ কিছুও হতে পারত আমার সঙ্গে। তবে বরাতজোরে রক্ষা পেয়েছি এটুকু বলতে পারি।’</p>