<p>আমেরিকান র‌্যাপার ও সংগীত প্রযোজক শন জন কম্বস তথা ডিডির গ্রেপ্তারের ঘটনায় সপ্তাহ তিনেক ধরে পশ্চিমা সংগীতাঙ্গনে তোলপাড় চলছে। যৌন নির্যাতনের অভিযোগে তাকে ১৬ সেপ্টেম্বর রাতে গ্রেপ্তার করা হয়। এরপর থেকেই তার বিরুদ্ধে অভিযোগের স্রোত নেমেছে।</p> <p>নারী, পুরুষ এমনকি শিশুদেরও যৌন নির্যাতনের মতো বিস্ফোরক অভিযোগ তাঁর বিরুদ্ধে। এরই মধ্যে ১২০ জনের অভিযোগ লিপিবদ্ধ করা হয়েছে। এর মধ্যে ২৫ জন অপ্রাপ্তবয়স্ক।</p> <p>এদিকে ডিডির বিরুদ্ধে অভিযোগের বিস্তৃতি জানতে একটি বিশেষ হটলাইন নাম্বার চালু করা হয়েছে। সে নাম্বারে মাত্র ২৪ ঘণ্টায় ১২ হাজার কল এসেছে! বিষয়টি নিয়ে কাজ করছে অন্তত ১০০ সদস্যের একটি টিম।</p> <p>যদিও এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে দাবি ডিডির আইনজীবী এরিকা ওলফের। তিনি বিষয়টিকে ‘মিডিয়া সার্কাস’ বলে কটাক্ষ করেছেন।</p>