<p><em>জীবনের প্রতিটি অধ্যায় আমাদের পরীক্ষার সামনে দাঁড় করিয়ে দেয়। কখনো কখনো এই পরীক্ষায় বারবার হার মানতে হয়, যা মানুষকে ক্লান্ত করে তোলে। কিন্তু জীবনের এই যুদ্ধ চালিয়ে যাওয়ার শক্তি পাওয়া যায় এমন কিছু সিনেমা থেকে। যারা জীবনযুদ্ধে ক্লান্ত হয়ে পড়েছেন, তাদের জন্য এই পাঁচটি সিনেমা অনুপ্রেরণা ও আশার আলো হতে পারে। চলুন, জেনে নিই এই সিনেমাগুলোর রেটিং, ভাষা ও রিভিউ।</em></p> <p> </p> <p><strong>দ্য পারসুট অব হ্যাপিনেস</strong></p> <p><strong>ভাষা : </strong>ইংরেজি</p> <p><strong>মুক্তির সাল : </strong>২০০৬</p> <p><strong>রেটিং : </strong>৮.০/১০ (আইএমডিবি)</p> <p><strong>রিভিউ : </strong>ক্রিস গার্ডনারের বাস্তব জীবনের গল্পের ওপর ভিত্তি করে নির্মিত এই সিনেমাটি আমাদের শেখায় যে জীবনের প্রতিটি সংগ্রামেই সম্ভাবনা আছে। আর সেই সম্ভাবনা ধরতে হলে ধৈর্য এবং পরিশ্রমের বিকল্প নেই। সিনেমাটিতে দেখা যায়, ক্রিস গার্ডনার কিভাবে দারিদ্র্য এবং নিঃস্বতার সঙ্গে লড়াই করে একদিন সফলতা অর্জন করেন। যদি জীবনের সব হারিয়ে যাওয়ার পরও আশা বাঁচিয়ে রাখতে চান, এই সিনেমা আপনার জন্য।</p> <figure class="image"><img alt="1" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/05-11-2023/ফরেস্ট গাম্প.jpg" width="1000" /> <figcaption>ফরেস্ট গাম্প</figcaption> </figure> <p><strong>ফরেস্ট গাম্প</strong></p> <p><strong>ভাষা :</strong> ইংরেজি</p> <p><strong>মুক্তির সাল : </strong>১৯৯৪</p> <p><strong>রেটিং :</strong> ৮.৮/১০ (আইএমডিবি)</p> <p><strong>রিভিউ :</strong> একটি সাধারণ মানুষ, ফরেস্ট গাম্পের গল্প, যা আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষা দেয়—কখনো হাল ছাড়বে না। ফরেস্টের মতো সহজ-সরল একজন মানুষও কঠিন পরিস্থিতিতে কিভাবে এগিয়ে যায় এবং জীবনে সফলতা অর্জন করে, তা সিনেমাটির মূল বিষয়বস্তু। এটি সেসব মানুষের জন্য, যারা বারবার পরাজয়ের মুখোমুখি হলেও সাফল্যের আশায় বাঁচেন।</p> <figure class="image"><img alt="1" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/05-11-2023/লাইফ অব পাই.jpg" width="1000" /> <figcaption>লাইফ অব পাই</figcaption> </figure> <p><strong>লাইফ অব পাই</strong></p> <p><strong>ভাষা : </strong>ইংরেজি</p> <p><strong>মুক্তির সাল : </strong>২০১২</p> <p><strong>রেটিং : </strong>৭.৯/১০ (আইএমডিবি)</p> <p><strong>রিভিউ : </strong>পাই প্যাটেলের অসাধারণ গল্পটি দেখায় যে জীবন কখনো কখনো একাকিত্ব এবং অজানা বিপদের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। তবে সেই কঠিন সময়ও আমাদের অনেক কিছু শেখায়। সিনেমাটিতে পাই একটি ছোট নৌকায় বেঁচে থাকার লড়াই চালায়, যেখানে একটি বাঘের সঙ্গেও তার সম্পর্ক গড়ে ওঠে। জীবনের কঠিন সময়গুলো পার করতে হলে এই সিনেমা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।</p> <figure class="image"><img alt="1" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/05-11-2023/রকি.jpg" width="1000" /> <figcaption>রকি</figcaption> </figure> <p><strong>রকি</strong></p> <p><strong>ভাষা : </strong>ইংরেজি</p> <p><strong>মুক্তির সাল :</strong> ১৯৭৬</p> <p><strong>রেটিং :</strong> ৮.১/১০ (আইএমডিবি)</p> <p><strong>রিভিউ :</strong> রকি বালবোয়ার গল্প হলো এমন একজন মানুষের যে কঠিন জীবনযুদ্ধে সফলতা অর্জনের জন্য তার সমস্ত শক্তি দিয়ে লড়াই করে। একজন সাধারণ বক্সার থেকে বিশ্বখ্যাত হয়ে ওঠার এই গল্প আমাদের শেখায় যে নিজের ওপর বিশ্বাস আর কঠোর পরিশ্রমের ফলে অসম্ভবও সম্ভব হতে পারে। এই সিনেমা জীবনে বারবার হেরে যাওয়া মানুষদের উৎসাহ দিতে পারে।</p> <p><img alt="1" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/05-11-2023/তারে জামিন পার.jpg" width="1000" /></p> <p><strong>তারে জামিন পার </strong></p> <p><strong>ভাষা : </strong>হিন্দি</p> <p><strong>মুক্তির সাল : </strong>২০০৭</p> <p><strong>রেটিং : </strong>৮.৩/১০ (আইএমডিবি)</p> <p><strong>রিভিউ :</strong> একটি বিশেষ শিশু, ঈশানের জীবনের গল্প তুলে ধরে সিনেমাটি। ঈশানের মনে করে নেওয়া পরাজয়, তার মানসিক দ্বন্দ্ব এবং শেষে শিক্ষকের মাধ্যমে তার প্রতিভার বিকাশ—সব কিছু মিলিয়ে এটি এক অনুপ্রেরণামূলক কাহিনি। যারা নিজেদের অপারগ মনে করেন, তাদের জন্য এই সিনেমা অত্যন্ত প্রাসঙ্গিক এবং শক্তি জোগাতে সক্ষম।</p> <p>জীবনের লড়াইতে হেরে গেলেও এই সিনেমাগুলো আমাদের শেখায় কিভাবে আবার ঘুরে দাঁড়াতে হয়। প্রতিটি সিনেমার গল্পই হার না মানার শিক্ষা দেয় এবং আমাদের দেখায় যে জীবনে সব সময় নতুন সুযোগ আসে, যা আমাদের জয়ী হতে সহায়তা করে। যদি আপনি জীবনে হারতে হারতে ক্লান্ত হয়ে পড়েন, এই সিনেমাগুলো আপনাকে নতুন করে আশার আলো দেখাতে পারে।</p>