ভূতের যে অভিজ্ঞতা শেয়ার করলেন ইধিকা পাল

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
ভূতের যে অভিজ্ঞতা শেয়ার করলেন ইধিকা পাল
ইধিকা পাল

‘প্রিয়তমা’ ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন ওপার বাংলার ছোট পর্দার পরিচিত মুখ ইধিকা পাল। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’। সেই সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যায় তাকে। তার পর থেকে সিনেমায় অভিনয়ের ব্যাপার নিয়মিত কথা হচ্ছে তার।

সম্প্রতি শাকিবের বিপরীতে আরো একটি সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। ‘বরবাদ’ নামের এই সিনেমার শুটিং চলছে।

আগামীকাল হ্যালোইন উৎসব। এ কারণেই হয়তো কয় দিন আগে তার ভক্তদের সঙ্গে এক ভৌতিক অভিজ্ঞতা ভাগ করেছেন এই অভিনেত্রী।

তিনি তার ফেসবুকে লেখেন, ‘কাকতালীয় কি কেবল সিনেমাতেই ঘটে? সে রাতে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল আমাদের সঙ্গেও। আপনাদের বলছি কারণ, আমার সঙ্গে আমার বোনও ছিল তখন। ঘটনাটা বহু বছর আগের। গড়িয়া স্টেশনের দিকে একটি বাড়িতে তখন ভাড়া থাকতেন আমার মামারা।
সেখানেই ঘুরতে গিয়েছিলাম আমি। এক সন্ধ্যায় আমি আর আমার সেই বোন বসে বসে সিনেমা দেখছি। কী সিনেমা জানেন? ‘ভুলভুলাইয়া’! বাড়িতে শুধু আমি আর বোন ছাড়া ওই মুহূর্তে কেউ ছিল না। আর ওই রাতেই এক ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হই আমরা।

ওই যে বললাম, সেই ‘কাকতালীয়’ ঘটনার অঙ্ক মেলাতে পারিনি আজও।

টিভিতে দিব্যি সিনেমা চলছে। ভয়ও পাচ্ছি, আবার হাসিও পাচ্ছে। এমন সময়ে এক অদ্ভুত গোঙানির আওয়াজ আমাদের দুজনেরই কানে আসে। সে আওয়াজ এতটাই ভয়ানক যে, যে কেউ শুনলে তার গা ছম ছম করবে। খাটের একদম সামনেই টিভি, পাশেই দরজা এবং সেই দরজার বাইরে থেকেই আওয়াজটা এসেছিল। আমি ভেবেছিলাম ভূতের সিনেমা দেখছি, সেখান থেকেই হয়তো আওয়াজটা এসেছে। কিন্তু যেহেতু আমার বোন ওই সিনেমাটা আগেই দেখে ফেলেছিল, তাই ও ভালোভাবেই বুঝতে পেরেছিল যে গোঙানির আওয়াজ সিনেমার ওই দৃশ্যে ছিলই না ‘

1
ইধিকা পাল

তিনি আরো লেখেন, ‘এর উৎস অন্য কোনো জায়গা! আমি খুব সাহসের সঙ্গে বললাম, ওই আওয়াজ সিনেমা থেকেই আসছে। কিন্তু পরে টিভিটা মিউট করতেই পুরো বিষয়টা স্পষ্ট হলো। না, আওয়াজটা তো এখনো কানে আসছে! কিন্তু টিভি তো নীরব! তবে কার গোঙানির আওয়াজ এটা? উত্তর খুঁজে পাওয়ার আগেই আমরা দুজনেই খাটের পেছনে ঢুকে গিয়ে ঊর্ধ্বশ্বাসে চিৎকার করতে থাকি। আমাদের চেঁচামেচি শুনে ওপর থেকে বাড়িওয়ালিরাও নিচে নেমে আসেন। কিন্তু সেই গোঙানির উৎস খুঁজে পায়নি কেউ। আর শোনাও যায়নি। কখনো কখনো মনে হয়, কেউ হয়তো ইচ্ছে করেই আমাদের ভয় দেখিয়েছিল সেদিন। তার পরে এটাও ভাবি, ভয় দেখিয়ে পালাবেই বা কোথায়? মামার বাড়ির সামনের রাস্তাটা নেহাত ছোট নয়। আর দুই পাশে পুকুর। লুকানোর জায়গাও নেই। আর আওয়াজটা এতটাই কাছাকাছি কোথাও থেকে আসছিল যে দরজার ওপাশে কে লুকিয়ে, তা দেখার ক্ষমতাও আমাদের দুজনের কারো ছিল না। এত বছর পরে ওই ঘটনাটার কথা মনে পড়লে যেমন ভয় পাই, তেমন হাসিও পায়! ভূতের সিনেমা দেখতে দেখতেই এমন ভৌতিক কাণ্ড ঘটে গেল আমাদের সঙ্গে। সত্যিই কি কাকতালীয় বলুন!’

মন্তব্য

অ্যাটলির সিনেমায় আল্লু অর্জুন, নায়িকা জাহ্নবী?

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
অ্যাটলির সিনেমায় আল্লু অর্জুন, নায়িকা জাহ্নবী?
সংগৃহীত ছবি

শাহরুখ খানের ‘জাওয়ান’ সিনেমা নির্মাণ করে বলিউডেও আলাদা করে নিজের একটা অবস্থান তৈরি করে নিয়েছেন দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমার। ইতিমধ্যে বলিউডের বেশ কয়েকজনের সঙ্গেই তার সিনেমার আসার গুঞ্জন শোনা যাচ্ছে।

এরমধ্যে খবর, ‘পুষ্পা ২’ সিনেমার পর নতুন সিনেমার প্রস্তুতি নিচ্ছেন আল্লু অর্জুন। গুঞ্জন, অ্যাটলির পরবর্তীতে ছবিতে কাজ করবেন তিনি।

তবে এ প্রসঙ্গে তাদের দুজনের কেউই এখনও মুখ খোলেননি। 

আল্লু অর্জুন দীর্ঘদিন ধরে অ্যাটলির সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন। অপেক্ষা ছিল শুধু গল্প ও চিত্রনাট্যের।

হিন্দুস্থান টাইমস বলছে, অ্যাটলির নতুন ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করতে পারেন জাহ্নবী কাপুর।

তিনি বুচি বাবু সানা পরিচালিত রাম চরণের আসন্ন ছবিতেও অভিনয় করতে চলেছেন। 

আর এর মধ্যেই গুঞ্জন, অভিনেত্রী এখন তার পরবর্তী ছবিতে আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করবেন।

এদিকে কিছুদিন আগে পরিচালক ত্রিবিক্রম শ্রীনিবাসের ছবিতে আল্লুর কাজের প্রস্তুতির খবর সামনে আসে। কিন্তু বিভিন্ন কারণে তা বিলম্ব হওয়ায় সময়সূচীতে কিছুটা পরিবর্তন এসেছে।

অন্যদিকে সালমান খানের সঙ্গেও একটি অ্যাকশন সিনেমায় কাজের বিষয়ে আলোচনা করছেন অ্যাটলি। ‘এ-৬’ নামে বিগ বাজেটের ছবিটিতে বলিউড সুপারস্টারের বিপরীতে কিংবদন্তি অভিনেতা রজনীকান্তকে দেখা যাবে বলে জানা গেছে।

মন্তব্য

প্রিন্স মামুনের সঙ্গে আর আপসের সুযোগ নেই : লায়লা

    ধর্ষণের মামলায় জামিন পেয়েছেন টিকটকার প্রিন্স মামুন মামুনের ঘটনার সুষ্ঠ বিচার চান লায়লা মামুনের সঙ্গে আর আপসের সুযোগ নেই
বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
প্রিন্স মামুনের সঙ্গে আর আপসের সুযোগ নেই : লায়লা
আদালতে লায়লা আখতার (বামে)

ধর্ষণের অভিযোগে ক্যান্টনমেন্ট থানায় করা মামলায় আত্মসমর্পণ করে টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন জামিন পেয়েছেন। আজ মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক সাবেরা সুলতানা খানম শুনানি শেষে এ আদেশ দেন। জানা গেছে, আজ এ মামলার অভিযোগপত্র আমলে গ্রহণের জন্য দিন ধার্য ছিল। এ জন্য আসামি প্রিন্স মামুন আদালতে উপস্থিত হয়ে তার আইনজীবীর মাধ্যমে জামিন চেয়ে আবেদন করেন।

এদিকে মামুনের জামিনের পর গণমাধ্যমের মুখোমুখি হতে দেখা গেছে লায়লা আখতারকে। যেখানে তিনি জানান, মামুনের ঘটনার সুষ্ঠ বিচার চান তিনি। এমনকী মামুনের সঙ্গে ভবিষ্যতে আপোষের কোনো সুযোগ নেই।

আরো পড়ুন
বাবা-মাকে নিয়ে অশালীন মন্তব্য, রণবীরকে তিরস্কার করল সুপ্রিম কোর্ট

বাবা-মাকে নিয়ে অশালীন মন্তব্য, রণবীরকে তিরস্কার করল সুপ্রিম কোর্ট

 

লায়লা বলেন, ‘ন্যায়বিচার চাওয়ার কারণেই আজকে আমি আদালতে।

এটা স্থাপন করতে চাই, মানুষ যত সেলিব্রেটি হোক না কেন, যত টাকা পয়সা থাকুক না কেন, সে তার প্রভাব ফেলে কোনো মেয়ের জীবন যেন নষ্ট করতে না পারে ইন ফিউচারে। যেমন আমরা অনেক নায়কের ক্ষেত্রে দেখেছি যে তারা একটা সম্পর্ক করেছেন কিন্তু পরবর্তীতে অস্বীকার করে গেছেন। সেরকম আমার মামলাটাও যেন উদাহরণ হয়ে থাকে কেউ যেন এই অন্যায়টা আর করতে না পারে। যখন ইচ্ছা সম্পর্ক করবো, প্রকাশ্যে আনবো; কিন্তু স্বার্থ হাসিল হয়ে গেলে সেই সম্পর্ক অস্বীকার করবো।
তার ফ্যান ফলোয়ারদের মাঝে যেন ভুল মেসেজ না যায়। তার ফ্যানরা যেন এসব কাজে উদ্ভুদ্ব না হয়। অন্যায় আসলে সবকিছুই অন্যায়।’

প্রিন্স মামুনকে আর গ্রহণ করবেন কিনা এ প্রসঙ্গে জানতে চাইলে লায়লা বলেন, ‘আমাদের আপসের আর কোনো সম্ভাবনা নাই। যেহেতু এতো বছরের আমাদের একটা ভাল বন্ডিংকে সে ডিনাই করে দিয়েছে, তার স্বার্থের জন্য, তো সেখানে আসলে আপসের কোনো সুযোগ নাই।

আমি চাই যে এটার বিচার হোক। আমি এর সুষ্ঠ বিচার চাই।’

আরো পড়ুন
বিয়ে হয়নি, তবু ২৩ বছর বয়সেই মা হয়েছেন শ্রীলীলা!

বিয়ে হয়নি, তবু ২৩ বছর বয়সেই মা হয়েছেন শ্রীলীলা!

 

এর আগে ৯ জুন প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন লায়লা আখতার। এ মামলায় গ্রেপ্তারের পর গত ১১ জুন তাকে আদালতে হাজির করা হয়। তবে শুনানি শেষে আদালত তার জামিন ও রিমান্ড উভয় নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে গত ১ জুলাই তিনি জামিনে কারামুক্ত হন। তদন্ত শেষে গত ২৬ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক মুহাম্মদ শাহজাহান আদালতে এ অভিযোগপত্র দেন। এতে মামুনকে অভিযুক্ত করা হয়। 

আরো পড়ুন
কুম্ভমেলায় ‘ভাইরাল’ সেই মোনালিসা প্রথম সিনেমার জন্য কত টাকা পাচ্ছেন?

কুম্ভমেলায় ‘ভাইরাল’ সেই মোনালিসা প্রথম সিনেমার জন্য কত টাকা পাচ্ছেন?

 

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, আসামি প্রিন্স মামুন একজন টিকটকার। বিভিন্ন ফেসবুক আইডিসহ সামাজিক মাধ্যমে টিকটকার হিসেবে পরিচিতি পান। অপরদিকে বাদী লায়লা আখতার নিজেও ফেসবুকে অত্যন্ত পরিচিত মুখ। তিনি বিবাহিত। তার স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় ফ্ল্যাটে সন্তানদের নিয়ে একাই থাকেন। পরে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের ভিত্তিতেই পরিচয় হয়। একপর্যায়ে তার সঙ্গে মিডিয়ায় কাজ করার ইচ্ছা পোষণ করেন। 

তার পর থেকে ২০২২ সালের প্রথম দিকে একত্রে চলাফেরা, পরবর্তী সময়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক গভীর করতে উভয়ে একত্রে লায়লার বাসায় থাকা শুরু করেন। তাদের মধ্যে অবৈধ শারীরিক সম্পর্ক হয়। বিয়ের প্রলোভন দেখিয়ে লায়লার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। তারা নেপালে একত্রে ভ্রমণ করেন। সেখানেও তাদের শারীরিক সম্পর্ক হয়। তাদের সম্পর্ক ঘনীভূত হওয়ায় মামুন তার আইডি, এনআইডি, পাসপোর্টসহ বিভিন্ন কাগজপত্রে লায়লার ঠিকানা ব্যবহার করেন। তাকে বিয়ে করবেন বলে বিশ্বাস স্থাপন করে প্রতিশ্রুতি দিয়ে একই ফ্ল্যাটে একত্রে স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করতে থাকেন এবং একাধিকবার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন।

মন্তব্য

বাবা-মাকে নিয়ে অশালীন মন্তব্য, রণবীরকে তিরস্কার করল সুপ্রিম কোর্ট

    বাবা-মার যৌনতা নিয়ে নোংরা মন্তব্য করে বসেন এ ইউটিউবার দেশজুড়ে ব্যাপক সমালোচনা ও একাধিক অভিযোগের মুখে পড়েন বর্তমানে তিনি কোথায় আছেন তা জানা যায়নি, বাড়িতেও তালা
বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
বাবা-মাকে নিয়ে অশালীন মন্তব্য, রণবীরকে তিরস্কার করল সুপ্রিম কোর্ট
রণবীর আল্লাবাদিয়া

বাবা-মাকে নিয়ে অশালীন মন্তব্য করে চরম বিপাকে পড়া রণবীর আল্লাবাদিয়াকে এ যাত্রায় কঠিন শাস্তি থেকে নিস্তার দিয়েছে আদালত। তবে গ্রেপ্তার হওয়া থেকে বিরত রাখলেও এ ইউটিউবারের কঠোর সমালোচনা করেছেন সুপ্রিমকোর্ট।

আরো পড়ুন
বিয়ে হয়নি, তবু ২৩ বছর বয়সেই মা হয়েছেন শ্রীলীলা!

বিয়ে হয়নি, তবু ২৩ বছর বয়সেই মা হয়েছেন শ্রীলীলা!

 

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ শোতে মন্তব্য করার জন্য দায়ের করা মামলা থেকে ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া ওরফে ‘দ্য বিয়ার বাইসেপস’কে গ্রেপ্তার হওয়া থেকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে, একই শো নিয়ে আর কোনও এফআইআর দায়ের করা যাবে না।

তবে এলাহাবাদিয়াকে যে অন্তর্বর্তীকালীন সুরক্ষা দেওয়া হয়েছে তা এই শর্ত সাপেক্ষে যে তিনি তদন্তে যোগ দেবেন। শীর্ষ আদালত তাঁকে দেওয়া হুমকির বিরুদ্ধে সুরক্ষা চেয়ে পুলিশের কাছে যাওয়ার স্বাধীনতাও দিয়েছে। উল্লেখযোগ্যভাবে, ইউটিউবারের প্রতিনিধিত্ব করার জন্য আইনজীবী অবনব চন্দ্রচূড় শীর্ষ আদালতে হাজির ছিলেন।

আরো পড়ুন
কুম্ভমেলায় ‘ভাইরাল’ সেই মোনালিসা প্রথম সিনেমার জন্য কত টাকা পাচ্ছেন?

কুম্ভমেলায় ‘ভাইরাল’ সেই মোনালিসা প্রথম সিনেমার জন্য কত টাকা পাচ্ছেন?

 

শীর্ষ আদালত আইনজীবী চন্দ্রচূড়কে প্রশ্ন করেছে যে তিনি ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ শোতে এলাহাবাদিয়া যে ধরণের ভাষা ব্যবহার করেছিলেন তা তিনি সমর্থন করছেন কি না! ইউটিউবারের পক্ষে উপস্থিত আইনজীবী স্বীকার করেন যে, যে ভাষা ব্যবহার করেছেন তাতে তিনি নিজেও বিরক্ত, তবে এটি ফৌজদারি অপরাধ হিসাবে বিবেচিত কি না তা নিয়ে প্রশ্ন তোলেন।

 

এদিন রণবীর আলাহাবাদিয়াকে চরম ভর্ৎসনা করে শীর্ষ আদালত। বেঞ্চ বলেছে যে শোতে তিনি যে মন্তব্য করেছেন তা দিয়ে তিনি নিজের বাবা-মাকেও অপমান করেছেন। এই ব্যক্তির মনে কিছু নোংরা আছে, যা এই প্রোগ্রামের মাধ্যমে উগড়ে দেওয়া হয়েছে। বিচারপতি কান্ত অবশ্য আশ্বস্ত করেছেন, এলাহাবাদিয়া যে প্রাণনাশের হুমকি পেয়েছেন বলে দাবি করেছেন, রাষ্ট্র তা দেখভাল করবে।

আরো পড়ুন
‘অনিন্দ্য সুন্দর’, ফারিয়ার মেকআপহীন ছবির প্রশংসায় অনুরাগীরা

‘অনিন্দ্য সুন্দর’, ফারিয়ার মেকআপহীন ছবির প্রশংসায় অনুরাগীরা

 

অনিন্দ

ভারতের জনপ্রিয় ইউটিউবার রণবীর আল্লাবাদিয়া। ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ শোতে বাবা-মায়ের যৌনতার ব্যাপারে অশালীন মন্তব্য করার পর সমালোচনার মুখে পড়েন তিনি। ইউটিউবারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। দেশজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। এমনকী নিজের বাড়িতে তালা মেরে এই মুহুর্তে পলাতক রয়েছেন এ ইউটিউবার।

মন্তব্য

আগের গল্পটা সবাইকে কাঁদিয়েছিল, এবার হাসাবে: আমির খান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
আগের গল্পটা সবাইকে কাঁদিয়েছিল, এবার হাসাবে: আমির খান
সংগৃহীত ছবি

আঠারো বছর আগে মুক্তি পাওয়া ‘তারে জামিন পার’ সিনেমার সিক্যুয়েল নিয়ে চলতি বছরের বড় দিনে পর্দায় আসছেন আমির খান। ‘সিতারে জামিন পার’ সিনেমাটির ক্লাইম্যাক্স শুটিং হয়েছিল গুজরাটে।

গুজরাটে শুটিং করা নিয়ে সম্প্রতি আমির খান বলেন, যখন আমি খুব ছোট ছিলাম তখন বাবার সঙ্গে গুজরাটে এসেছিলাম। এখানে বাবার অনেক ছবির শুটিং হতো।

এত বছর পর যখন এখানে আসলাম তখন কত কিছুই না মনে পড়ে যাচ্ছে। তবে অনেক কিছু পরিবর্তন হয়েছে এখানে। রাস্তাঘাট, বাড়িঘর সবকিছুই পাল্টে গেছে। যখন আমি প্রথম এখানে আসি তখন আমার বয়স ছিল ১২।
প্রতি বছর যেন অল্প অল্প করে পাল্টে যাচ্ছে শহরটা।

‘সিতারে জামিন পার’ দিয়ে প্রায় ১৮ বছর পর ফের দর্শিল সাফারির সঙ্গে পর্দায় শেয়ার করবেন আমির। ‘তারে জামিন পার’-এ ছোট্ট ঈশানের যে গল্প দেখে রীতিমতো মুগ্ধ হয়েছিল গোটা বিশ্ব, সেই গল্পের দ্বিতীয় পর্ব অর্থাৎ তরুণ ঈশানের গল্প আসতে চলেছে এবার। 

সিনেমাটি প্রসঙ্গে আমির খান বলেন, এই বছরের শেষে অর্থাৎ বড় দিনে সিনেমাটি মুক্তি পাবে।

আশা করি সিনেমার গল্প আপনাদের ভীষণ ভালো লাগবে। তবে আগের গল্পটা যেমন সবাইকে কাঁদিয়েছিল, এই গল্পটা সবাইকে হাসাবে। ‘সিতারে জামিন পার’ আবেগপ্রবণ গল্প নিয়ে তৈরি নয়। 

প্রসঙ্গত, আমির খান এবং দর্শিল সাফারি ছাড়া এই সিনেমায় অভিনয় করছেন জেনেলিয়া ডি সুজা, শাহিদ কাপুর, টাইগার শ্রফ, জ্যাকি শ্রফ, অনিল কাপুর, রাহুল কোহলি, আরবাজ খান, সোনালী কুলকার্নি এবং বিশেষ ভূমিকা অভিনয় করবেন নিখত খান (আমির খানের বোন)।

মন্তব্য

সর্বশেষ সংবাদ