<p>২০২২ সালের সেপ্টেম্বরে ঝালকাঠিতে হয়েছিল জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির শুটিং। নদী বিধৌত প্রকৃতির অপরূপ রূপে সজ্জিত, রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের প্রীতিধন্য ঝালকাঠির ধানসিড়ি নদী এবং সুগন্ধা, বিষখালী, বাসন্ডা, গাবখান-এই পাঁচ নদীর মোহনীয় মোহনায় বর্ণিল আলো হয়েছিল শুটিং। মঞ্চের সামনে ছিলেন কয়েক হাজার দর্শক। এবার সেই ইত্যাদি হচ্ছে আবার প্রবার। আগেও একবার প্রচার হয়েছিল বলে জানিয়েছেন ইত্যাদি সংশ্লিষ্টরা।</p> <p>ঝালকাঠিতে শুটিং করা ইত্যাদি একটি দ্বৈত সংগীত গেয়েছেন রবি চৌধুরী ও শফি মণ্ডল। গানটির সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীতায়োজন করেছেন মেহেদী। ঝালকাঠির নদী ও গৌরবগাঁথা নিয়ে আর একটি গানে নৃত্য পরিবেশন করেছে স্থানীয় প্রায় শতাধিক নৃত্যশিল্পীর নাচ। গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান পলাশ, সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী।</p> <p>বরাবরের মতো এবারের পর্বেও রয়েছে কয়েকটি হৃদয় ছোঁয়া প্রতিবেদন। রয়েছে ঝালকাঠির ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি-সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত দর্শনীয় স্থান, নদী-খাল-চ্যানেল, বিভিন্ন ঐতিহ্যবাহী পণ্য এবং কীর্তিমান ব্যক্তিদের উপর কয়েকটি তথ্যভিত্তিক প্রতিবেদন। আঘাতজনিত কিংবা বিকলাঙ্গ রোগীদের ব্যতিক্রমধর্মী ইলিজারভ চিকিৎসা পদ্ধতির উপর রয়েছে একটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন। অজানা-অচেনা-দূরদূরান্তের পথিকদের জন্য নীলফামারীর একজন মহান ব্যক্তির নির্মিত একটি মুসাফিরখানার উপর রয়েছে একটি দৃষ্টান্তমূলক প্রতিবেদন। রয়েছে নোয়াখালী জেলার সুবর্ণচরের এক সময়ের ভ্যানচালক জনাব সৈয়দ আহমেদের উপর একটি অনুকরণীয় প্রতিবেদন। যিনি ভ্যানচালক হয়েও একটি কলেজের জন্য দান করেছেন নিজের অনেক কষ্টে কেনা ১০০ শতাংশ জমি। বিদেশি প্রতিবেদন পর্বে রয়েছে আমেরিকার মিনেসোটা রাজ্যের উপর একটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন।</p> <p>দর্শকপর্বের নিয়ম অনুযায়ী ধারণস্থান ঝালকাঠিকে নিয়ে করা প্রশ্নোত্তরের মাধ্যমে নির্বাচিত চারজন দর্শককে নিয়ে আয়োজন করা হয় যাত্রাভিনয়। নানান সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে ইত্যাদির বিভিন্ন পর্ব থেকে সংকলন করা বেশ কিছু বিদ্রুপাত্মক নাট্যাংশসহ নিয়মিত পর্ব হিসেবে এবারও যথারীতি রয়েছে চিঠিপত্র বিভাগ। এই পর্বে নাতি ও ভাগ্নেকে একসাথে দেখা গেলেও, দেখা যায়নি তাদের সবসময়ের সাথি নানি ও মামাকে। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। সংকলিত এ পর্বটি প্রচার হবে কেয়া কসমেটিকস এর সৌজন্যে। একযোগে প্রচার হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে।</p> <p>জানা গেছে, আগামীকাল ০১ নভেম্বর, শুক্রবার রাত ০৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে প্রচারিত হবে ‘ইত্যাদি’।</p>