<p>বিখ্যাত হলিউড নির্মাতা ফ্রন্সিস ফোর্ড কপোলাকে আজীবন সম্মাননায় ভূষিত করতে যাচ্ছে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি ‘গডফাদার’ ট্রিলজির নির্মাতাকে তার কাজের জন্য দিচ্ছে এই স্বীকৃতি। এর মাধ্যমে কপোলা হতে যাচ্ছেন এই সম্মাননা পেতে যাওয়া ৫০তম ব্যক্তি। </p> <p>দ্য হলিউড রিপোর্টারের প্রতিবেদন অনুসারে, একটি গালা ট্রিবিউটের মাধ্যমে সম্মাননা দেয়া হবে ফ্রন্সিস ফোর্ড কপোলাকে। ২০২৫ সালের ২৬ এপ্রিল লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আয়োজন হবে অনুষ্ঠানের। সেখানেই সম্মানিত করা হবে এই বর্ষীয়ান নির্মাতাকে।</p> <p>আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করে সেসব সম্মানিত ব্যক্তিকে, যার প্রতিভা মৌলিক উপায়ে চলচ্চিত্র শিল্পকে উন্নত করেছে, যার কৃতিত্ব দর্শক-সমালোচক থেকে পেশাদার সহকর্মী এবং সাধারণ মানুষের মাধ্যমে স্বীকৃত হয়েছে এবং যার কাজ সময়ের পরিক্রমায় উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছে চলচ্চিত্র অঙ্গনে।</p> <p>আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের বোর্ড অব ট্রাস্টির ক্যাথলিন কেনেডি বলেন, ‘ফ্রান্সিস ফোর্ড কপোলা একজন অভূতপূর্ব শিল্পী, যিনি আমেরিকান ফিল্মের হয়ে অবিস্মরণীয় কাজগুলি করেছেন এবং সেই সঙ্গে প্রজন্মের চলচ্চিত্র নির্মাতাদের অনুপ্রাণিত করেছেন যারা এখন তার শৈল্পিকতা এবং তার স্বাধীন চেতনাকে ধারণ করছে।’</p> <p>কপোলা ছয়বার অস্কার পুরস্কার বিজয়ী লেখক, পরিচালক এবং প্রযোজক। হলিউডে কাল্ট ক্লাসিক কিছু সিনেমা উপহার দিয়েছেন এই কিংবদন্তি নির্মাতা। যার মধ্যে অন্যতম ‘গডফাদার’ ফ্র্যাঞ্চাইজি। পরিচালক হিসেবে সর্বশেষ নির্মাণ করেছেন ‘মেগাপলিস’ যা এ বছর কান চলচ্চিত্র উৎসবসহ বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।</p>