<p>ঘোষণা হয়েছে আগেই। ইতোমধ্যে সিনেমার কাজও শুরু হয়ে গেছে। ভারতের পৌরাণিক মহাকাব্য ‘রামায়ণ’ নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে চলেছেন বলিউডের গুণী পরিচালক নিতেশ তিওয়ারি। নিতেশ তিওয়ারির রামায়ণে ‘রাম’ হচ্ছেন রণবীর কাপুর। সীতার ভূমিকায় দেখা যাবে দক্ষিণের সাই পল্লবীকে। রাবন হিসেবে দেখা যাবে ‘কেজিএফ’ তারকা যশকে। আরো থাকছেন জনপ্রিয় সব তারকা।</p> <p>এবার ‘রামায়ণ’ নিয়ে বড় ঘোষণা মিলল সিনেমাটির টিমের পক্ষ থেকে। প্রযোজক সংস্থা ও সিনেমাটির পরিচালক নীতেশ তিওয়ারির পক্ষ থেকে প্রযোজক নমিত মলহোত্রা সামাজিক মাধ্যমে রামায়ণের পোস্টার শেয়ার করেছেন। পোস্টার শেয়ার করে জানানো হল, রামায়ণ মুক্তি পাবে দুই ভাগে। একটি মুক্তি পাবে ২০২৬ সালের দীপাবলিতে আর দ্বিতীয়ভাগ মুক্তি পাবে ২০২৭ সালের দীপালিতে। অর্থাৎ পর পর দুই বছর দীপাবলি দখলে থাকবে রণবীর কাপুরের।</p> <p>যতদিন যাচ্ছে, রণবীর কাপুরের ‘রামায়ণ’ নিয়ে ততই উৎসাহ বাড়ছে দর্শকদের। সামনে আসছে নানা খবরও। সূত্র বলছে, রণবীরের ‘রামায়ণ’ নাকি ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে চলেছে। তথ্য অনুযায়ী, ৮৩৫ কোটি বাজেটেই নাকি তৈরি হবে ‘রামায়ণ’। তবে এখানেই শেষ নয়। বাজেট নাকি আরও বাড়তেও পারে।</p> <p><img alt="5" height="563" src="https://andhrawatch.com/wp-content/uploads/2024/11/202411063255413-696x870.jpeg" width="450" /></p> <p>এর আগে, শুটিং শুরু হতে না হতেই বিপাকে পড়েছিল রণবীর কাপুরের ‘রামায়ণ’। শোনা গিয়েছিল অর্থের কারণে প্রায় বন্ধ হতে বসেছিল এই সিনেমার শুটিং। সেই সমস্য়া কাটিয়ে অবশ্য সম্প্রতি ‘রামায়ণ’-এর শুটিং শুরু করেছেন পরিচালক নীতেশ তিওয়ারি। এমনকী, কয়েকদিন আগে শুটিং ফ্লোর থেকে ফাঁসও হয়েছে রণবীরের ‘রাম’ অবতারের ছবি। তবে শোনা যাচ্ছে, রামায়ণের স্বত্ত্ব নিয়ে এবার দুই প্রযোজনা সংস্থার অশান্তি। আর তার কারণেই নাকি আটকেও যেতে পারে রামায়ণের শুটিং।</p> <p>বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, এই সিনেমার অন্যতম প্রযোজনা সংস্থা মধু মন্টেনার সঙ্গে আর্থিক লেনদেনের সমস্যা নিয়ে বচসা শুরু হয় প্রাইম ফোকাস টেকনোলজিসের। সূত্র বলছে, প্রাইম ফোকাস টেকনোলজিস অনেক আগেই প্রজেক্ট রামায়ণ নামে স্বত্ত্ব কিনে রেখেছিল। তা মন্টেনা প্রযোজনা সংস্থাকে বিক্রির সময় যে অর্থের কথা হয়, তা পায়নি। অন্যদিকে, মন্টেনা প্রযোজনা সংস্থার কথায়, প্রজেক্ট রামায়ণ একেবারেই তাদের।</p> <p>এই বিতর্কের মাঝে পড়েছেন এই সিনেমার সহ প্রযোজক এবং দক্ষিণী তারকা যশ। তিনি জানিয়েছেন, “এই সিনেমাটি একেবারেই স্বপ্নের মতো। ইতিমধ্যেই ভিএফএক্সের কাজ শুরু হয়েছে।”</p> <p>যশের বক্তব্য ও সদ্য দেয়া নীতেশ তিওয়ারির ঘোষণা থেকে এটা স্পষ্ট যে রামায়ণের সব বাধা আপাতত কেটেছে। পুরোদমে চলছে সিনেমার কাজ। আর রাম রুপে রণবীর কাপুরকে পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন তার অনুরাগীরাও। সব ঠিক থাকলে আগামী বছর দীপাবলি হতে যাচ্ছে বলিউডের জন্য বিশেষ উৎসব। আর সেই উৎসবের অপেক্ষায় প্রহর গুনছেন সিনেমাপ্রেমীরা।</p>