<p>ব্যান্ডপ্রেমীদের জন্য লোভনীয় আয়োজন ‘ঢাকা রেট্রো’ কনসার্ট। কারণ এতে পারফরম করবে গত শতকের নব্বইয়ের দশক মাতানো চার ব্যান্ড ‘মাইলস’, ‘নগরবাউল’, ‘আর্ক’ ও ‘দলছুট’। ১৮ অক্টোবর ঢাকা অ্যারেনায় কনসার্টটি হওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে স্থগিত করে আয়োজক ব্লু ব্রিক কমিউনিকেশনস। সপ্তাহ তিনেক পর ভেন্যু বদলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ কনসার্ট।</p> <p>১৫ নভেম্বর ঢাকার সেনা প্রাঙ্গণে বসবে গানের এ আসর। এতে চারটি ব্যান্ড ছাড়াও পারফরম করবেন জনপ্রিয় গিটারিস্ট অনি হাসান। এ ছাড়া থাকছে রক কিংবদন্তি আইয়ুব বাচ্চুর স্মরণে একটি ট্রিবিউট পরিবেশনা। শো শুরু হবে বিকেল ৫টায়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ছয় বছর পর দেশে ফিরছেন এই শিল্পী" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/09/1731139911-e41832fe7f1a9accc0b6d0f844319891.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ছয় বছর পর দেশে ফিরছেন এই শিল্পী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/11/09/1444565" target="_blank"> </a></div> </div> <p>কনসার্টের বেশির ভাগ টিকিট আগেই কেটে রেখেছে দর্শক। তবে যারা এখনো আগ্রহী তারা চাইলে গেটসেটরক-এ প্রবেশ করে টিকিট সংগ্রহ করতে পারবে। দাম পড়বে দুই হাজার ৪০০ [ভিআইপি] ও এক হাজার ৪০০ [সাধারণ]।</p>