<p>গ্র্যামি আর বিয়ন্সে, নাম ‍দুটো যেন একে অন্যের সমার্থক! গ্র্যামির মঞ্চ মানেই বিয়ন্সের রেকর্ড। সংগীত দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার গ্র্যামির আগামী বছরের আসর বসবে ২ ফেব্রুয়ারি। আর এবারের আসরেও সর্বোচ্চ ১১টি মনোনয়ন পেয়েছেন মার্কিন পপ তারকা বিয়ন্সে। এর মাধ্যমে বিরল রেকর্ড গড়লেন গায়িকা। গ্র্যামিতে এ পর্যন্ত তাঁর প্রাপ্ত মনোনয়নের সংখ্যা ৯৯। এত বেশি মনোনয়ন আর কোনো শিল্পীর ঝুলিতে নেই।</p> <p>এ বছর নিজের ‘কাউবয় কার্টার’ অ্যালবাম দিয়ে আরো একটি রেকর্ড গড়েছেন বিয়ন্সে। তা হলো এক অ্যালবামে সর্বোচ্চ মনোনয়ন। এর আগে মাইকেল জ্যাকসন ছাড়া একক শিল্পী হিসেবে এক অ্যালবাম দিয়ে ১১ মনোনয়ন পাননি কেউ। ১৯৮৪ সালে ‘থ্রিলার’ অ্যালবামের জন্য মাইকেল জ্যাকসন ১১টি মনোনয়ন পেয়েছিলেন। অবশ্য অ্যালবামটি আরো দুটি মনোনয়ন পেয়েছিল, তবে সেগুলো পেয়েছিলেন অ্যালবামটির ইঞ্জিনিয়ার ব্রুস সুইডেন এবং ‘প্রিটি ইয়ং থিং’ গানের রচয়িতা কুইন্সি জোনস ও জেমস ইনগ্রাম।</p> <p>এবারের গ্র্যামিতে অ্যালবাম অব দ্য ইয়ার, রেকর্ড অব দ্য ইয়ার, সং অব দ্য ইয়ারসহ প্রধান বিভাগগুলোতে মনোনয়ন পেয়েছেন বিয়ন্সে। দ্বিতীয় সর্বোচ্চ সাতটি করে মনোনয়ন পেয়েছেন বিলি আইলিশ, কেনড্রিক লামার, পোস্ট ম্যালোন ও চার্লি এক্সসিএক্স। ছয়টি করে মনোনয়ন পেয়েছেন টেইলর সুইফট, চ্যাপেল রোন ও সাবরিনা কার্পেন্টার। এর মধ্যে সাবরিনা ও চ্যাপেল ‘বেস্ট নিউ আর্টিস্ট’ ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন।</p> <p>উল্লেখ্য, আগে থেকেই সবচেয়ে বেশি গ্র্যামি জয়ের রেকর্ড নিজের করে রেখেছেন বিয়ন্সে। এ পর্যন্ত তিনি ৩২টি গ্র্যামি পেয়েছেন। এবারের আসরে সে অঙ্কটা যে আরো বড় হতে যাচ্ছে, তা বলাই বাহুল্য। ‘কাউবয় কার্টার’ বিয়ন্সের অষ্টম স্টুডিও অ্যালবাম। এ বছরের ২৯ মার্চ এটি প্রকাশিত হয়েছে।</p>