<p>বলিউডের হিট কমেডি-ড্রামা ‘ইশক’। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটিতে অভিনয় করেন আমির খান এবং অজয় দেবগণ। প্রথমবার জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছিলেন দুজন। তাদের সঙ্গে ছিলেন জুহি চাওলা ও কাজল। বক্স অফিসে সফল হয় সেই সিনেমা। কিন্তু এরপর আর কখনও পর্দায় একসঙ্গে ধরা দেননি তারা। তবে দুজনকে আবারও একসঙ্গে পর্দায় দেখতে আগ্রহী তাদের ভক্তরা। আর ভক্তদের সুখবর দিলেন এই ‍জুটি। ‘ইশক’-এর সিক্যুয়াল নিয়ে বড়সড় মন্তব্য করলেন আমির-অজয়!</p> <p>সম্প্রতি হয়ে গেল মিলাপ জাফেরির পরবর্তী সিনেমা ‘তেরা ইয়ার হু’র মহরত। প্রযোজনায় রয়েছেন বিখ্যাত নির্মাতা ইন্দ্র কুমার। তারই আমন্ত্রণে সিনেমার মহরতে হাজির হয়েছিলেন ‘ইশক’-এর জুটি। বহু বছর পর আমির-অজয়কে একসঙ্গে দেখে থমকে যান পাপারাৎজিরাও। এরপর তাদের একত্রে ছবি প্রকাশ্যে আসতেই তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। তাদের ছবি দেখে অনুরাগীদের মনে যে প্রশ্ন উঁকি দিচ্ছিল, সে প্রশ্নের জবাব তারা নিজেরাই দিলেন। </p> <p>অনুষ্ঠানে স্বাভাবিকভাবেই ‘ইশক’-এর প্রসঙ্গ উঠেছিল। অজয়-আমির সেই সিনেমায় কাজ করার নানা মজার, সুন্দর অভিজ্ঞতা শেয়ার করার পাশাপাশি ইঙ্গিত দিলেন ‘ইশক’-এর সিক্যুয়ালের এবং তাতে একসঙ্গে কাজ করার!</p> <p>অজয় বললেন, ‘আমিরের সঙ্গে আমার খুব বেশি দেখা হয় না। কিন্তু যখন হয় খুব মজা করি আমরা। আমির আমার ভীষণ পছন্দের মানুষ। আমাদের আরও একটি সিনেমা অন্তত একসঙ্গে করা উচিত।’ একথা শোনামাত্রই আমির মাথা নেড়ে বলে ওঠেন, ‘অবশ্যই! অবশ্যই করা উচিত।’ এরপর ‘ইশক’ সিনেমার শুটিংয়ের বিভিন্ন মজার ঘটনা শেয়ার করেন দুজন।</p> <p>লাল সিং চাড্ডার ব্যর্থতার পর সিনেমা থেকে সাময়িক বিরতি নিয়েছিছেন আমির খান। প্রায় দুই বছর পর বড় পর্দায় হাজির হচ্ছেন আমির। চলতি বছর ‘সিতারে জামিন পার’ সিনেমায় দেখা যাবে আমিরকে। অন্যদিকে, সদ্যই মুক্তি পেয়েছে অজয় দেবগনের ‘সিংহাম এগেইন।’ বক্স অফিসে ঝড় তুলেছে এটি। তারকা নির্ভর সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহে বিশ্বব্যাপী ২০০ কোটির বেশি আয় করে নিয়েছে।</p>