<p>গুণী নির্মাতা মাহমুদ দিদার। ‘বিউটি সার্কাস’ খ্যাত এই নির্মাতার শুরু নাটক দিয়েই। তার নির্মাণ বরাবরই প্রশংসিত হয়েছে। বিউটি সার্কাসের পর নতুন তেমন কিছু হাত দেননি। এবার নির্মাণ করলেন নাটক। তবে সেটাও নতুন দুই অভিনয়শিল্পী নিয়ে। নিজের ছোট গল্প ‘তোমাকে ভালোবাসার পর’ অবলম্বনে একই শিরোনামে নাটক নির্মাণ করলেন তিনি।</p> <p>নাটকের গল্প প্রসঙ্গে তিনি জানান, মধ্যবিত্ত পরিবারের ছেলে সফল অদ্ভুত একটা জীবন যাপন করছে। কোনো ফোনই ইউজ করে না সে। চারপাশে সে দেখে মানুষ কেবল নতজানু হয়ে থাকে। একটা ডিভাইস সবাইকে যেন অবনত করে রেখেছে। ফোন কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়ার প্রতি এক প্রকার ফোবিয়া তৈরি হয় তার! অনেক সময়ে ফোনহীন থাকে বলে সে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রায়ই  র‌্যাগের শিকার হয়। নানাভাবে অনেকে তাকে ইনেফেরিয়র করে দেখে। রাফা নামের টমবয় মেয়েটি মূলত সফলের এই আচরণকে বোগাস মনে করে। সে সফলকে ক্লাসের সবার সামনে মজার পাবলিক হিসেবে ট্রিট করে। রাফা মূলত ব্রোকেন ফ্যামিলির মেয়ে এবং সে ড্রাগ দ্বারা প্রভাবিত। ঘটনাক্রমে রাফার জীবনের সাথে সফল জড়িয়ে যায়। এগিয়ে চলে গল্প।</p> <p>অনেক দিন পরে নির্মাণ প্রসঙ্গে এই নির্মাতা বলেন, ‘নতুন করে ফিরলাম বলা যায়। দেশে নানা ঘটনায় বন্ধ ছিল কাজ। এবার দুই তরুণের সঙ্গে কাজ করে ভালো লেগেছে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, রিয়া, সফল খান,  তুহিন রহমান, খন্দকার হিমেলসহ অনেকেই।</p> <p>দিদারের নির্মাণে কেমন লেগেছে জানতে চাইলে নতুন অভিনয়শিল্পী রিয়া বলেন, ‘আমি একসময় ফ্যাশন মডেলিং করতাম। এক বছর হলো অভিনয় করছি। ৮-১০টা নাটক করেছি। তবে এবারের চরিত্রটার সঙ্গে আমার বেশ মিল আছে। কাজটা উপভোগ করেছি বলা যায়।’</p> <p>পরিচালক জানান, খুব দ্রুত চ্যানেল আইতে প্রচারিত হবে নাটকটি।</p>