<p>ঢাকায় হয়ে গেল জ্যাজ সন্ধ্যা। গত রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, সন্ধ্যায় আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে অনুষ্ঠিত হলো এই ব্যতিক্রমধর্মী ফ্রাংকো-জার্মান জ্যাজ ত্রয়ী পরিবেশনা।</p> <p>এটি আঞ্চলিক জ্যাজ ট্যুরের অংশ হিসেবে, গ্যোটে ইনস্টিটিউট বাংলাদেশ, ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজের সহযোগিতায়, ফ্রাংকো-জার্মান জ্যাজ ত্রয়ী লুইজে ফল্কম্যান (স্যাক্সোফোন), মাকস অ্যান্ড্রেজেভস্কি (ড্রামস) এবং পল জ্যারেট (গিটার)-এর মনোমুগ্ধকর পরিবেশনায় মুগ্ধ হলেন ঢাকার জ্যাজপ্রেমী শ্রোতা-দর্শক। অনুষ্ঠানে ছিল সুরের খেলা এবং সৃজনশীলতার এক প্রবাহ, যেখানে শ্রোতারা ত্রয়ীর গভীর আবেগময় ও উদ্ভাবনী জ্যাজ পরিবেশনার স্বাদ গ্রহণ করেন। তাদের পরিবেশনা ঢাকাকে এনে দিয়েছে এক সতেজ সাউন্ডস্কেপ, যা শহরের জ্যাজপ্রেমীদের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলেছে।</p> <p>ফল্কম্যান, জ্যারেট, আন্দ্রেজেভস্কি ত্রয়ীটি ২০২৩ সালে প্রতিষ্ঠিত হয়। ওই সময় ফল্কম্যান হ্যানোভারের জ্যাজ ফেস্টিভালে নতুন লাইন-আপের জন্য পরিপূর্ণ স্বাধীনতা (কার্টে ব্লাঞ্চ) পান। এই ত্রয়ীটি সরল লোকগীতি ও ইম্প্রোভাইজড সাউন্ড কোলাজের এক অভিনব মিশ্রণ পরিবেশন করে। এ দলের তিনজন সদস্যই অসাধারণ বাদ্যযন্ত্রী এবং দক্ষ সুরকার, যারা একত্রিত হয়ে ত্রয়ীটির প্রতিটি সংগীতের জন্য সুরারোপ করেছেন। যা ঢাকার শ্রোতারা তো বটেই, বিশ্বের শ্রোতারাও মুগ্ধ হয়ে শোনেন।</p>