<p>বছরের অন্যতম প্রত্যাশিত দুই সিনেমা ‘সিংহাম এগেইন’ ও ‘ভুল ভুলাইয়া ৩’। দীপাবলি উৎসবে একসঙ্গে মুক্তি পায় সিনেমা দুটি। আর মুক্তির পরপরই বক্স অফিসে ব্যাপক লড়াই হয় দুই বিগ বাজেটের সিনেমার। যে লড়াইয়ে শুরুতে সিংহাম এগিয়ে থাকলেও তৃতীয় সপ্তাহে এসে এগিয়ে গেল কার্তিকের ভুল ভুলাইয়া। আয়ের দিক থেকে সিংহামকে অতিক্রম করল ভুল ভুলাইয়া।</p> <p>মুক্তির ১৭ তম দিনে বক্স অফিসে ‘ভুল ভুলাইয়া ৩’ ৬ কোটি টাকা আয় করেছে। ফলে বর্তমানে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২৩১ কোটি ৪০ লাখ টাকা। এর আগে, মুক্তির পর প্রথম সপ্তাহে সিনেমাটি ১৫৮ কোটি ২৫ লাখ টাকা আয় করে। দ্বিতীয় সপ্তাহে সেটা কমে হয় ৫৮ কোটি টাকা। এরপর মুক্তির পর তৃতীয় শনিবার, অর্থাৎ ১৬ নভেম্বর বক্স অফিসে কার্তিক আরিয়ানের সিনেমাটি আয় তোলে ৫ কোটি। তৃতীয় সপ্তাহের তিনদিনে ঘরে তুলেছে ১৫ কোটির বেশি। ভারতীয় বক্স অফিসে এখন সিনেমাটির আয় ২৩১ কোটি ৪০ লাখ।</p> <p>অন্যদিকে, মুক্তির পর তৃতীয় রবিবার অজয়ের সিনেমাটি বক্স অফিসে ৪ কোটি ১৫ লাখ টাকার ব্যবসা করেছে। ফলে বর্তমানে এর মোট আয় দাঁড়িয়েছে ২৩০ কোটি ৮৫ লাখ টাকা। মুক্তির প্রথম সপ্তাহে সিনেমাটি আয় করে ১৭৩ কোটি, দ্বিতীয় সপ্তাহে ঘরে তোলে ৭৪.৫ কোটি। প্রথম দুই সপ্তাহেই ভুল ভুলাইয়ার চেয়ে এগিয়ে ছিল অজয়ের সিংহাম। তবে ১৭তম দিনের আয়ের পর মোট আয়ে পেছনে পড়ে যায় এটি। ভারতীয় বক্স অফিসে এখন সিনেমাটির আয় ২৩০ কোটি ৮৫ লাখ।</p> <p>‘ভুল ভুলাইয়া ৩’-এ মুল ভূমিকায় অভিনয় করেছেন কার্তিক আরিয়ান বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত ও তৃপ্তি দিমরি। সিনেমাটি পরিচালনা করেছেন আনিস বাজমি। অপরদিকে ‘সিংহাম এগেইন’ পরিচালনা করেছেন রোহিত শেঠি। এটি সিংহাম ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। এতে অজয় দেবগনের সঙ্গে আরো অভিনয় করেছেন কারিনা কাপুর, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, টাইগার শ্রফ ও অক্ষয় কুমার। একটি বিশেষ ক্যামিওতে হাজির ছিলেন দাবাং’খ্যাত সালমান খান।</p>