<p>গ্যোটে-ইনস্টিটিউট বাংলাদেশের পার্টনার স্কুল প্রোগ্রাম প্রজেক্টের আয়োজনে অসাধারণ মিউজিক কনসার্ট অনুষ্ঠিত হলো গতকাল রবিবার। রাজধানীর গুলশান-তেজগাঁও লিংক রোডে অবস্থিত আলোকি কনভেনশন সেন্টারের গ্রীনহাউস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এ কনসার্ট। আয়োজকদের দাবি ঢাকা শহরের তরুণ সঙ্গীতপ্রেমীরা এই বিশেষ সন্ধ্যায় এক অভূতপূর্ব সঙ্গীত অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন।</p> <p>কনসার্টের মূল আকর্ষণ ছিলেন জার্মান-মেক্সিকান র‌্যাপ শিল্পী টাইগা ট্রিস। তার গান অর্থাৎ সৃজনশীল পরিবেশনা ঢাকার দর্শকদের মুগ্ধ করেছে। টাইগার সঙ্গে ছিলেন বাংলাদেশের একদল প্রতিভাবান স্থানীয় শিল্পী। তারা হলেন গিটারিস্ট আবির ইবনে মাসুদ, তবলা ও ড্রামস প্লেয়ার কৃষাণ লাল, কীবোর্ডিস্ট তৈসিফর রহমান, ডিজে রিসোভা এবং বেস প্লেয়ার অমিত হাসান রুদ্র।</p> <p>কনসার্ট শুরু হওয়ার আগে, গ্যোটে-ইনস্টিটিউট বাংলাদেশের পরিচালক ফ্রাঙ্ক ভারনার র‌্যাপার শিল্পী টাইগা ট্রিসসহ সম্মানিত অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান। তারপর শুরু হয় কনসার্ট।</p> <p>র‌্যাপ শিল্পী টাইগা ট্রিস তার সঙ্গীতে হিপ-হপ, ওয়ার্ল্ড মিউজিক এবং ইলেকট্রনিক সুরের সংমিশ্রনে গান করেছেন। সঙ্গে বাংলাদেশের ঐতিহ্যবাহী সুরের মেলবন্ধন ছিলো বলে জানান আয়োজকরা।</p> <p>গ্যোটে-ইনস্টিটিউট বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে, যেখানে স্থানীয় ও আন্তর্জাতিক শিল্পীদের মিলিত পরিবেশনা ঢাকার সাংস্কৃতিক দৃশ্যপটকে সমৃদ্ধ করবে।</p>