<p>নতুন প্রজন্মের অভিনয়শিল্পী কেয়া পায়েল। টেলিভিশন ও ইউটিউব চ্যানেলে তার অভিনীত বেশ কয়েকটি নাটকে ভালো সাড়া ফেলেছে। তাকে আগামী দিনের সবচেয়ে সম্ভাবনাময় অভিনেত্রী হিসেবে দেখছেন নাট্যপ্রেমীরা। সম্প্রতি তার অভিনীত কিছু নাটক দারুণ সাড়া ফেলেছে। বলতে গেলে এ সময়ের ব্যস্ত একজন অভিনেত্রী কেয়া পায়েল। সম্প্রতি ঘুরে এসেছেন ইংরেজ মুলুক। দেশে ফিরে অভিনয় করেছেন একাধিক নাটকে। ছোটপর্দার ব্যস্ততার ফাঁকে জানালেন রুপালি ভাবনার কথাও। লিখেছেন কামরুল ইসলাম।</p> <p><strong>যুক্তরাজ্য সফর</strong></p> <p>অক্টোবরে যুক্তরাজ্যে গিয়েছিলেন। ঘুরেছেন সেখানকার আইকনিক জায়গাগুলোতে। তবে কোনো বিশেষ কাজে নয়, শুধুই অবকাশযাপনে গিয়েছিলেন। ফিরেছেন গত মাসে (২০ অক্টোবর)। অভিনেত্রী বলেন, ‘মূলত ঘুরতে গিয়েছিলাম। পরিবারসহ যাওয়ার প্ল্যান ছিল। তবে ফ্যামিলির অন্যরা ভিসা পায়নি, আমিই পেয়েছিলাম। সেই সুবাদে ঘুরে আসা।’<br />  <br /> <strong>দেশই ঠিকানা</strong></p> <p>শোবিজ অঙ্গনের অনেকেই এরই মধ্যে ভিনদেশে খুঁটি গেড়েছেন। কেউ পরিবারসমেত একেবারে স্থায়ী হয়ে গেছেন। আবার কেউ স্থায়ী হওয়ার পথে, কালেভদ্রে দেশে আসেন অতিথি পাখির মতো। পায়েলের অবশ্য সে ভাবনা নেই। তিনি বলেন, ‘বিদেশে স্থায়ী হওয়ার কোনো ইচ্ছা নেই। দেশেই থাকার ইচ্ছা আমার।’</p> <p><strong>ম্যাজিক মোশাররফ</strong></p> <p>ক্যারিয়ারের শুরুর দিকে বেশ কয়েকটি নাটকে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন পায়েল। তাদের ‘মায়ার জালে’, ‘তুমি আমি আর ডিস্টার্ব’, ‘আমার কথা একবারও ভাবলে না’, ‘গার্লফ্রেন্ড’ নাটকগুলো দর্শকপ্রিয়তাও পেয়েছিল বেশ। মাঝে দীর্ঘ চার বছর আর একসঙ্গে পর্দায় হাজির হননি তারা। লম্বা বিরতির পর ফিরলেন রাকেশ বসুর ‘মি. অভাগা’য়। নাটকটি নিয়ে পায়েলের ভাবনা এ রকম, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গে যেকোনো কাজই ভালো হয়। গল্প যেমনই হোক, একটা ম্যাজিক থাকে ভাইয়ার অভিনয়ে। এ নাটকটাও বেশ ভালো হয়েছে। মাঝে চার বছর একসঙ্গে কাজ না হওয়ার কারণ, ভালো গল্প পাইনি। ভাইয়ার সঙ্গে কয়েকবার নতুন নাটক নিয়ে কথাও হয়েছিল, কিন্তু ব্যাটে-বলে মেলেনি। এবার সব কিছু মিলে ঠিকঠাক মনে হয়েছে, তাই কাজটি করা।’</p> <p><strong>সহশিল্পী কিংবা শিক্ষক</strong></p> <p>মোশাররফ করিমের সঙ্গে যারাই অভিনয় করেন, প্রত্যেকে একটি কমন প্রতিক্রিয়া দিয়ে থাকেন—তার কাছে অনেক কিছু শেখা যায়। পায়েলও সেই প্রথা অটুট রাখলেন। তার ভাষ্য, ‘উনি (মোশাররফ করিম) অনেক হেল্পফুল। বিভিন্ন বিষয়ে শুধরে দেন। অভিনয়ের নতুন অনেক কিছু শিখতে পারি। নিঃসন্দেহে তিনি একজন ভালো অভিনেতা। তার সঙ্গে কাজ করাটা শিক্ষণীয়।’ </p> <p><strong>দ্বিধায় প্রত্যাশা</strong></p> <p>লম্বা সময় নিয়ে ‘দ্বিধা’ নির্মাণ করেছেন মহিদুল মহিম। এতে রকস্টারের ভূমিকায় আছেন তৌসিফ মাহবুব, তার সঙ্গী কেয়া পায়েল। কয়েক দিন আগে নাটকটির টিজার প্রকাশিত হয়েছে। মুক্তি পাবে শিগগিরই। এই নাটক নিয়ে পায়েলের বয়ান, ‘এটির গল্প ভালো। আবার অনেক সময় নিয়ে আমরা শুটিং করেছি। ফলে নাটকটা নিয়ে আমি বেশ আশাবাদী। বড় ক্যানভাসের নাটক এটি। মনে হচ্ছে, দর্শকপ্রিয়তা পাবে। গল্পে অনেক ধাপ আছে। সেটা দর্শককে আকৃষ্ট করবে।’ </p> <p><strong>ভ্যালেনটাইন ব্যস্ততা</strong></p> <p>নাটকের অন্যতম বড় মৌসুম ফেব্রুয়ারি। ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত হয় প্রচুর নাটক। পায়েলও এরই মধ্যে ভ্যালেনটাইন প্রজেক্টের কাজ শুরু করে দিয়েছেন। আপাতত ভ্যালেনটাইনবিষয়ক কোনো তথ্য দিলেন না অভিনেত্রী। দিলেন অন্য একটি কাজের খবর—‘বান্টির বিয়ে’। প্রবীর রায় চৌধুরীর নাটকটিতে পায়েলের সঙ্গে আছেন ফারহান আহমেদ জোভান। </p> <p><strong>রুপালি ভাবনা</strong></p> <p>অভিনয়শিল্পীদের প্রায় সবারই ইচ্ছা থাকে চলচ্চিত্রে অভিনয়ের। পায়েলের সেই ইচ্ছা পূরণ হয়েছে ২০১৯ সালে, ‘ইন্দুবালা’য়। এরপর আর বড় পর্দামুখী হননি। তবে কি তার রুপালি ভাবনায় ছেদ পড়েছে? ‘আসলে এখন নাটকের ব্যস্ততা নিয়েই আছি। তবে হ্যাঁ, ঠিকঠাক ছবি পেয়ে গেলে কেন করব না? যদি ভালো গল্প-চিত্রনাট্যের ছবি পাই, অবশ্যই করব’, বললেন পায়েল।</p>