<p>না ফেরার দেশে পাড়ি জমালেন মালয়ালাম সিনেমার বরেণ্য অভিনেতা মেগহানাথান। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬০ বছর। </p> <p>ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিলতায় ভুগছিলেন মেগহানাথান। চিকিৎসাও চলছিল তার। জানা গেছে কেরালার পালাকাড়ে আজই তার শেষকৃত্য সম্পন্ন হবে। স্ত্রী সুস্মিতা ও একমাত্র মেয়ে পার্বতীকে রেখে গেছেন মেগহানাথান। গুণী এই অভিনেতার মৃতুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছেন তার ভক্ত-অনুসারী ও চলচ্চিত্র তারকারা।</p> <p>১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন মেগহানাথান। তার বাবা ছিলেন প্রখ্যাত মালয়ালাম সিনেমার অভিনেতা বালান কে নাইর। কেরালার ছেলে হলেও মেগহানাথান পড়াশোনা করেছেন তামিলনাড়ুতে। ১৯৮৩ সালে মালয়ালাম ভাষার ‘আশথ্রাম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এতে সহশিল্পী হিসেবে পান মালয়ালাম সিনেমার দাপুটে দুই তারকা মোহনলাল ও মামুত্তিকে।</p> <p>সম্প্রতি মেগহানাথান অভিনীত বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে; যা আলোচনার জন্ম দেয়। এ তালিকায় রয়েছে— ‘কোম্যান’, ‘জনি জনি ইয়েস আপ্পা’, ‘ইয়েস ইওর অনার’, ‘১৯৭১ : বিয়ন্ডস বর্ডারস’ প্রভৃতি।</p>