<p>এ বছর বলিউডে মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে সবচেয়ে প্রশংসিত যে নাম, সেটি ‘লাপাতা লেডিস।’ কিরণ রাও সিনেমাটি নির্মাণের পাশাপাশি প্রযোজনাও করেছেন। সহ প্রযোজক হিসেবে রয়েছেন আমির খান ও জ্যোতি দেশপাণ্ডে। সিনেমাটিতে অভিনয়ে একঝাঁক মুখ দেখা গেছে। এতে নিতাংশি গোয়েল, প্রতিভা রাংতা, স্পর্শ শ্রীবাস্তব, ছায়া কদম, রবি কিশানের অভিনয় সবার মন ছুঁয়েছে। মুক্তির পর বক্স অফিসে যেমন আয় করেছে এটি, তেমনি দর্শক সমালোচকদের মন ছুঁয়ে গেছে অবলীলায়। এ বছর ভারতের হয়ে অস্কারে প্রতিনিধিত্ব করবে সিনেমাটি। </p> <p>সম্প্রতি জাপানে মুক্তি পেয়েছে সিনেমাটি। আর মুক্তির পর জাপানি দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে ‘লাপাতা লেডিস।’ গত বছর ভারতের বক্স অফিস মাতিয়েছে ‘পাঠান’ ও ‘সালার’ সিনেমা দুটি। আন্তর্জাতিক বাজারেও দারুণ সাড়া পেয়েছিল সিনেমাগুলো। তবে জাপানের বক্স অফিসে এগুলোকে টপকে গেছে কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিস’। </p> <p>গ্রামীণ রোমান্টিক-কমেডি সিনেমাটি ৪ অক্টোবর মুক্তি পেয়েছে জাপানে। এরই মধ্যে সেখানে সিনেমাটির আয় ছাড়িয়ে গেছে পাঁচ কোটি ইয়েন, যা ভারতীয় মুদ্রায় দুই কোটি ৭৫ লাখ রুপির বেশি। এখনো এটি চলছে জাপানে। অন্যদিকে শাহরুখ অভিনীত ‘পাঠান’ সর্বসাকুল্যে জাপানে আয় করেছিল পাঁচ কোটি ইয়েন আর প্রভাসের ‘সালার’-এর সংগ্রহ চার কোটি ৬০ লাখ ইয়েন।</p> <p>মাত্র পাঁচ কোটি রুপি বাজেটের ‘লাপাতা লেডিস’ এ পর্যন্ত বিশ্বব্যাপী আয় করেছে ৩১ কোটি রুপি। যা সিনেমাটিকে ব্লকবাস্টার খেতাব দিয়েছে। এ বছর ভারতের হয়ে‘ফরেন ফিল্ম’ বিভাগে অস্কারও জিততে পারে সিনেমাটি, এমন প্রত্যাশাই রাখছেন সিনেমাটেপ্রেমীরা।</p>