<p>না ফেরার দেশে চলে গেলেন চলচ্চিত্র নির্মাতা শাহ আলম মন্ডল। শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।</p> <p>নির্মাতার পারিবারিক সূত্রে জানা যায়, অসুস্থতার কারণে তাকে বৃহস্পতিবার রাতে লিভারজনিত রোগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে এই পরিচালককে প্রথমে মগবাজার কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। পরে রাজধানীর ইসলামিয়া ব্যাংক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।</p> <p>এদিকে শাহ আলমের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন মাধ্যমে শোক প্রকাশ করেছেন চলচ্চিত্র পরিচালক, শিল্পী ও কলাকৌশলীরা।</p> <p>চলচ্চিত্র নির্মাতা গাজী মাহবুব জানান, অত্যন্ত কাছের মানুষ, আপনজন চলচ্চিত্র পরিচালক শাহ আলম মন্ডল অকালে চলে গেলেন পৃথিবীর মায়া ছেড়ে। হতভম্ব, বাকরুদ্ধ হয়ে গেলাম। আল্লাহ তার সকল গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করুন।</p> <p>পরিচালক অপূর্ব রানা বলেন, ‘ভালোবাসা সীমাহীন এ জীবন সীমাহীন নয়তো যেটুকু সময় পাব শুধু ভালোবেসে যাব ভালোবেসে মরে যাব হয়তো’ শাহ আলম ভাইয়ের প্রথম সিনেমার গান মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসা দিয়ে গেলেন ওপারে ভালো থাকবেন।</p> <p>চিত্রনায়িকা পলি বলেন, পরিচালক শাহ আলম মন্ডল শেষ বিদায় নিলেন জগৎ সংসার থেকে, মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।</p> <p>চলচ্চিত্র অভিনেতা যুগান্তর চাকমা জানান, তিনি একজন গুণী নির্মাতা ছিলেন, তার এমন মৃত্যুতে আমরা মর্মাহত, তার মৃত্যুতে আমাদের চলচ্চিত্রে শূন্যতার সৃষ্টি হলো। তার এমন অকাল মৃত্যু আমাদের জন্য সত্যিই অপূরণীয়। </p> <p>অভিনেতা তুহিন খান বলেন, চলে গেলেন চিত্রপরিচালক শাহ আলম মন্ডল, আসলে কিভাবে মেনে নেব এই চলে যাওয়া, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, দেখা হলেই সৌজন্য কথা, চা খাওয়া মিস করতাম না, অসাধারণ ভালো মনের মানুষ সবাই তার জন্য দোয়া করবেন।</p> <p>চিত্রনায়ক কয়েস আরজু জানান, শাহ আলম ভাইয়ের লাশ হাসপাতাল থেকে নিয়ে মগবাজারের বাসায় কিছুক্ষণ রাখার পর আজ রাতেই তার দেশের বাড়ি রংপুরে দাফনের উদ্দেশে নেওয়া হবে। সেখানে রবিবার তাকে দাফন করা হবে।</p> <p>এ ছাড়াও ফেসবুকের মাধ্যমে শাহ আলমের মৃত্যুর সংবাদ প্রচার করে তার জন্য দোয়া চেয়েছেন পরিচালক বদিউল আলম খোকন, পরিচালক ও অভিনেতা সাজ্জাদ হোসেন দোদুল, পরিচালক জিয়াউল হক মনির, চিত্রনায়ক জায়েদ খান, চিত্রনায়িকা রাকা আলম, চিত্রনায়িকা রুবিনা আক্তার নিঝুম, অভিনেতা সমু চৌধুরী, চিত্রনায়িকা সানজানা সোনিয়া, অভিনেত্রী জেসমিন আক্তার, অভিনেত্রী সাদিয়া আফরিন, অভিনেতা ম ম মোরশেদসহ বহুজন। </p> <p>শাহ আলম মন্ডলের হাত ধরে ২০১৫ সালে ঢাকাই চলচ্চিত্রে পা রাখেন চিত্রনায়িকা পরীমনি। এই পরিচালক তাকে নিয়ে নির্মাণ করেন ‘ভালোবাসা সীমাহীন’ ছবিটি। শাহ আলম মন্ডল পরিচালিত অন্য সিনেমাগুলো হলো- আপন মানুষ (২০১৭), ডনগিরি (২০১৯) এবং কভিড নিয়ে (২০২২) সালে দেশে প্রথম নির্মাণ করেন ‘লকডাউন লাভ স্টোরি’।</p> <p>২০১১ সালে পরিচালক সোহানুর রহমান সোহানের সহকারী হিসেবে শাহ আলম মন্ডল চলচ্চিত্রে আসেন। প্রথম কাজ করেছেন ‘সত্যের জয়’ ছবিতে। এরপর পরিচালক বদিউল আলম এবং এফআই মানিকের সঙ্গেও সহকারী হিসেবে কাজ করেন।</p>