<p>বলিউডের অন্যতম র‌্যাপার গায়ক বাদশা। নিজের র‍্যাপ গানের মাধ্যমে শ্রোতাদের বরাবরই মুগ্ধ করেছেন এ গায়ক। বর্তমানে ইন্ডিয়ান আইডলের মঞ্চে বিচারকের ভূমিকায় দেখা যাচ্ছে তাকে। গানের পাশাপাশি খাবারের ব্যবসার সঙ্গে যুক্ত ভারতের জনপ্রিয় র‍্যাপার বাদশা। দেশটির চণ্ডীগড়ে রয়েছে তার একটি রেস্তোরাঁ তথা পানশালা। সেখানে ঘটেছে বোমা হামলার ঘটনা। সোমবার ভোররাতে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কারণ, এ ঘটনার দায় স্বীকার করে নিয়েছে বলিউডের ত্রাস বিষ্ণোই গ্যাং! ভারতের একাধিক গণমাধ্যমের প্রতিবেদন থেকে এমনটাই জানা যাচ্ছে।</p> <p>ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান টুডের খবর অনুযায়ী, ভোররাত তিনটার দিকে বাদশার রেস্তোরাঁয় একটি বিস্ফোরণ হয়। শোনা যাচ্ছে, দুই বাইক আরোহী এসে সেখানে বোমা ছুড়ে পালিয়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। প্রত্যক্ষদর্শীরাই বাইক আরোহীদের কথা জানায় বলে পুলিশ জানিয়েছে। এরপরই ফরেনসিক বিশেষজ্ঞ ও বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়।<br />  <br /> ইতোমধ্যে থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে। তার ভিত্তিতেই তদন্ত শুরু করেছে চণ্ডীগড় পুলিশ। কে বা কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে তা জানার চেষ্টা করা হচ্ছে। এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে বাদশার পক্ষ থেকে কোনও অফিশিয়াল বিবৃতি দেওয়া হয়নি।  </p> <p>এ হামলায় বিষ্ণোই গ্যাং-এর কোনো যোগসাজশ আছে কি না সে সম্পর্কে এখনো কিছু নিশ্চিত করেননি পুলিশ। তবে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, হামলায় ককটেল বোমা ব্যবহার করা হয়েছিল যার আসল উদ্দেশ্য ছিল বারের মালিককে ভয় দেখানো। পুলিশের সন্দেহ চাঁদাবাজির উদ্দেশ্যেই দুষ্কৃতিকারীরা এমন ঘটনা ঘটিয়েছে।</p> <p>গতমাসে মুম্বাইয়ের রাস্তায় গুলি করে হত্যা করা হয়েছে মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে। যেই হত্যাকাণ্ডে লরেন্স বিষ্ণোই জড়িত বলে দায় স্বীকার করেছে বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা। যার পর থেকেই মৃত্যুর হুমকিতে বলিউডের নামী দামী সব তারকারা। সেই তালিকার শুরুতেই রয়েছে বলিউড ভাইজান সালমান খানের নাম। সেই সঙ্গে সালমান ঘনিষ্ঠদেরও হত্যার হুমকি দেয়া হয়েছে। তাই অনেকেই ধারনা করছেন, সালমান ঘনিষ্ঠ হওয়ায় বাদশাহ’র রেস্টুরেন্টের বাইরে এই হামলা।</p>