<p>হঠাৎ করেই চমকে যাবার মতো খবর দিলেন বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসি। ক্যারিয়ারের সোনালি সময়ে থাকা এই অভিনেতা জানালেন নিজের অবসরের কথা! হ্যাঁ, অভিনয় থেকে সাময়িকভাবে অবসর নিচ্ছেন বিক্রান্ত। আর তার এই সিদ্ধান্ত ইতিমধ্যেই তার ভক্তদের রীতিমতো অবাক করে দিয়েছে। ১ ডিসেম্বর বিক্রান্ত সামাজিক মাধ্যমের পেজে ঘোষণা করেন যে তিনি অভিনয় ছাড়তে চলেছেন।</p> <p>অভিনয়কে বিদায় জানানোর তথ্য উল্লেখ করে বিক্রান্ত ম্যাসি লেখেন, “গত কয়েক বছর দারুণ কেটেছে। সবার অসাধারণ সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। কিন্তু আমি যতই সামনে এগিয়ে যাচ্ছি, ততই উপলদ্ধি করছি, আমার বাড়ি ফেরার সময় হয়েছে। একজন স্বামী, বাবা, সন্তান এবং একজন অভিনেতা হিসেবেও।”</p> <p>অভিনয়ে পুনরায় ফেরার ইঙ্গিত দিয়েছেন বিক্রান্ত। তবে তা অনিশ্চিত। বিক্রান্ত ম্যাসির ভাষায়, “সুতরাং ২০২৫ সালে আমরা শেষবারের মতো দেখা করব। যতক্ষণ না সঠিক সময় মনে না হয়! শেষ দুটো সিনেমা এবং অনেক বছরের স্মৃতি। আবারো ধন্যবাদ। সবকিছুর জন্যই চিরঋণী।”</p> <p>বিক্রান্ত অভিনীত সর্বশেষ সিনেমা ‘দ্য সবরমতি রিপোর্ট’। গত ১৫ নভেম্বর মুক্তি পায় এটি। ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি ভারতের গুজরাটের গোধরায় একটি ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় ৫৯ জনের মৃত্যু হয়; যাদের অধিকাংশই ছিল হিন্দু তীর্থযাত্রী। ওই ঘটনাকে কেন্দ্র করে গুরুতর সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়। এতে ১ হাজারেরও বেশি লোক নিহত হয়; যাদের অধিকাংশ ছিল মুসলিম। সেই ঘটনা নিয়ে নির্মিত হয় এই সিনেমা। এতে অভিনয়ের জন্য টানা হত্যার হুমকি পেয়েছেন বিক্রান্ত। অভিনয় ছাড়ার সঠিক কারণ ব্যাখ্যা করেননি বিক্রান্ত। তবে তার ভক্তদের ধারণা, প্রাণনাশের হুমকি পাওয়ার কারণেই এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন বিক্রান্ত।</p> <p>দুই দশকের বেশি সময় ধরে বলিউড, টেলিভিশন এবং ওটিটি প্ল্যাটফর্মে একের পর এক দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন বিক্রান্ত ম্যাসি। ২০০৯ সালে ‘বালিকা বধূ’ সিরিজ দিয়ে পরিচিতি পান বিক্রান্ত। তবে তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় গতবছর মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘টুয়েলভথ ফেল’। সিনেমাটিতে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হন বিক্রান্ত। জিতে নেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। এছাড়াও ‘হাসিনা দিলরুবা’ এবং ‘সেক্টর থার্টি সিক্স’-এর মতো সিনেমাগুলোতে তার অভিনয় সমালোচকদের পাশাপাশি দর্শকদেরও মুগ্ধ করেছে। সর্বশেষ ‘সবরমতী রিপোর্ট’-এ দেখা গেছে অভিনেতাকে।</p>