<p>জনপ্রিয় কণ্ঠশিল্পী এস ডি রুবেল। করেছেন অভিনয়ও। মনতাজুর রহমান আকবরের ‘এভাবেই ভালোবাসা হয়’ (২০১১) ছবিতে হয়েছেন শাবনূরের নায়ক। পরিচালনায়ও নাম লেখান। ‘বৃদ্ধাশ্রম’-এর পর এবার শুরু করেছেন দ্বিতীয় ছবি ‘নীল আকাশে পাখি উড়ে’ পরিচালনা।</p> <p>এর মধ্যে ছবির তিনটি গান রেকর্ড করেছেন। কথা ও সুর করেছেন নিজেই। তার সঙ্গে গেয়েছেন অনুপমা মুক্তি, সোমনুর মনির কোনাল। রুবেল বলেন, ‘সরকারি অনুদান পাওয়া ছবিটির জন্য এখন পাত্র-পাত্রী নির্বাচন করছি। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে শুটিং করব। আগামী বছর জুনে মুক্তি দেওয়ার ইচ্ছা।’</p> <p>রুবেল নিজেই ছবিটির নায়কের ভূমিকায় থাকছেন বলে জানালেন। অর্থাৎ সিনেমার নায়কও তিনি, গায়কও তিনি, পরিচালকও তিনি। যে কারণে আগের পরিচালিত ছবি ‘বৃদ্ধাশ্রম’-এর চেয়ে একটু বেশি মনোযোগ তার এই সিনেমা ঘিরে।</p>