<p>ভারতের খ্যাতনামা কমেডিয়ান সুনীল পালের খোঁজ মিলেছে। পুলিশে অভিযোগ করার পর কয়েক ঘণ্টা না যেতেই খোঁজ মিলল সুনীলের। সুনীলের দাবি, তিনি দিল্লিতে ছিলেন। ফোন চুরি হয়ে যাওয়ায় যোগাযোগ করতে পারেননি কারো সঙ্গে। এদিকে তার স্ত্রী জানান, সুনীলকে অপহরণ করা হয়েছিল। পুলিশের সঙ্গেও কথা হয়েছে সুনীলের।</p> <p>টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, সুনীলের স্ত্রী সরিতা পাল নিশ্চিত করেছেন যে তার স্বামী নিরাপদে বাড়ি ফিরেছেন। তবে তাকে অপহরণ করা হয়েছিল। সুনীল পুলিশকে বিস্তারিত জানিয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। এ বিষয়ে সুনীল পরে বিস্তারিত জানাবে সবাইকে। পুলিশ সহায়তা করছে। এখন সব কিছু ঠিক আছে।</p> <p>কিন্তু কী ঘটেছিল সুনিলের সঙ্গে, কী করে তিনি দিল্লি পৌঁছালেন, কোথায় ফোন হারিয়েছেন, এসবের কিছুই জানা যায়নি এখনো। গণমাধ্যমে সুনীল এখনো কোনো বক্তব্য প্রকাশ করেননি।</p> <p>মঙ্গলবার (৩ ডিসেম্বর) স্টেজ শো করতে গিয়েছিলেন সুনীল। এর পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ। বাধ্য হয়ে স্বামীর খোঁজ পেতে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতার স্ত্রী সরিতা পাল। বিষয়টি জানার পর অভিনেতার খোঁজে তদন্তে নামে মুম্বাই পুলিশ। পরিবারের সব সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তথ্য সংগ্রহের চেষ্টা করে। কোথায় শো ছিল এবং আয়োজক কারা, সবই জানার চেষ্টা চালায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। তবে এরই মধ্যে বাড়ি ফিরে এসেছেন সুনীল।</p> <p>২০০৫ সালে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’ শোয়ে জয়ের মাধ্যমে কমেডিয়ান খ্যাতি লাভ করেন সুনীল। স্ট্যান্ড-আপ কমেডি ছাড়াও ‘হাম তুম’ (২০০৪), ‘ফির হেরা ফেরি’ (২০০৬)-এর মতো বলিউডের কয়েকটি জনপ্রিয় সিনেমায় ছোট ছোট চরিত্রে অভিনয় করেছেন তিনি।</p>