<p>বিশ্বজুড়ে সমাদৃত চলচ্চিত্র অঙ্গনের তারকারা এখন সৌদি আরবে। জেদ্দার প্রাণকেন্দ্র আল-বালাদ শহরের কালচার স্কয়ারে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চতুর্থ আসর মাতাচ্ছেন তারা। এ যেন লোহিত সাগরের তীরে একই মোহনায় মিশে গেছে বিশ্বের বিনোদন অঙ্গনের মহারথীরা!</p> <p>৫ ডিসেম্বর জেদ্দায় পর্দা উঠেছে ‘রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল’-এর। চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। উৎসবটি ঘিরে সেখানে বসেছে তারার মেলা। বলিউড থেকে যেমন অনেকেই হাজির হয়েছেন, তেমন রয়েছেন হলিউড তারকারাও। সেখানেই সোমবার রাতে একসঙ্গে দেখা গেল ‘স্পাইডার ম্যান’খ্যাত অ্যান্ড্রু গারফিল্ড ও ‘স্ত্রী’খ্যাত শ্রদ্ধা কাপুরকে। তাদের করমর্দন ও আলাপচারিতার ছবি এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে ভাইরাল।</p> <figure class="image"><img alt="5" height="300" src="https://pbs.twimg.com/media/GeYGJ88bUAMaT-R.jpg" width="450" /> <figcaption><sub><em>অ্যান্ড্রু গারফিল্ডের সঙ্গে শ্রদ্ধা কাপুর</em></sub></figcaption> </figure> <p>শ্রদ্ধা পরেছিলেন মারমেইড গাউন আর অ্যান্ড্রুর পরনে ছিল স্যুট। হলিউড অভিনেতা অ্যান্ড্রু গারফিল্ড উপস্থিত ছিলেন একটি আইভরি স্যুট, চেক শার্ট এবং টাই পরে। স্পাইডার ম্যান তারকার সঙ্গে অনেকক্ষণ আড্ডা দিতে দেখা গেছে শ্রদ্ধাকে।</p> <p>এদিকে দুই তারকাকে একসঙ্গে দেখে ভক্তরা অনুমান করছেন শ্রদ্ধা কাপুরের হলিউডে অভিষেক খুব শিগগিরই হতে পারে। হয়তো অ্যান্ড্রুর সঙ্গেই পর্দায় দেখা মিলবে তার। তবে শ্রদ্ধা জানালেন বিষয়টি একেবারেই সৌজন্যতামুলক। শ্রদ্ধা বলেন, ‘আমার শৈশবের একটি স্বপ্ন ছিল অ্যান্ড্রুর সঙ্গে দেখা করার। এমন একটা ছবি ও মুহূর্তের অংশ হতে পারা আমার জন্য অসাধারণ।’</p> <p>ওই উৎসবে শ্রদ্ধার পাশাপাশি বলিউড থেকে উপস্থিত ছিলেন রণবীর কাপুর, ফারহান আখতার, শিবানী দান্দেকার, রীতেশ সিধওয়ানি ও তার স্ত্রী ডলি। এছাড়া বিশেষ সম্মাননা পেয়েছেন আমির খান।</p>