<p>দীর্ঘ ১৪ বছর পর কমেডি কিং প্রিয়দর্শনের সঙ্গে জুটি বেঁধে সিনেমা করতে যাচ্ছেন বলিউড খিলাড়ি। ইতোমধ্যেই সিনেমাটির নাম ঘোষণা করেছেন খিলাড়ি। ‘ভুত বাংলা’ শিরোনামে হরর কমেডি হতে চলেছে এটি। এবার জানালেন সিনেমাটির মুক্তির তারিখ।</p> <p>সামাজিক মাধ্যমে অক্ষয় জানালেন, তার আসন্ন সিনেমার শুটিং শুরু হয়েছে। একটি ছবি পোস্ট করে খিলাড়ি জানান, ২০২৬ সালের ২ এপ্রিল মুক্তি পাবে তার ভুত বাংলা।</p> <p>অক্ষয়ের শেয়ার করা পোস্টারে দেখা যাচ্ছে, একটি বিরাট বাংলো বাড়ির সামনে পাঁচিলের ওপর বসে রয়েছেন অক্ষয়। তার হাতে রয়েছে একটি লন্ঠন। অক্ষয়ের পরনে সাদা রঙের পোশাক, পায়ে সাদা রঙের মোজা, কালো রঙের কোট এবং লাল রঙের টাই। পোস্টারে সিনেমার নাম এবং সিনেমা মুক্তির তারিখ লেখা রয়েছে।</p> <p><img alt="5" height="625" src="https://images.filmibeat.com/ph-big/2024/12/akshay-kumars-bhoot-bangla-poster-unveiled-know-all-about-the-movie1733811669_0.jpg" width="500" /></p> <p>পোস্টারটি শেয়ার করে অক্ষয় লিখেছেন, ‘আজকে আমাদের হরর কমেডি ভুত বাংলা’র শুটিং শুরু হয়ে গেল। প্রিয়দর্শনের সঙ্গে ফের আরও একবার কাজ করতে পেরে খুব আনন্দ হচ্ছে। এই সিনেমা ভয় এবং হাসির ডবল ডোজ হতে চলেছে। এখন থেকে রেডি থাকুন। ২০২৬ সালের ২ এপ্রিল আসতে চলেছি আমরা।’</p> <p>বলিউডে অক্ষয়-প্রিয়দর্শন জুটির কমেডি ঘরানার সিনেমা সর্বাধিক জনপ্রিয়। ‘হেরা ফেরি’, ‘গরম মশলা’, ‘ভুল ভুলাইয়া’, ‘ভাগাম ভাগ’, ‘দে দানা দান’-এর মতো ভরপুর কমেডি সিনেমা উপহার দিয়েছেন নির্মাতা-অভিনেতা এই জুটি। ২০১০ সালে সর্বশেষ প্রিয়দর্শনের ‘খাট্টা-মিঠা’ সিনেমায় অভিনয় করেছিলেন অক্ষয়। গত কয়েক বছরে প্রিয়দর্শনের হিন্দি সিনেমাও খুব একটা দেখা যায়নি। ২০১৩ সালে মুক্তি পেয়েছিল ‘রংরেজ’ এবং ২০২১ সালে ‘হাঙ্গামা ২’। এবার ‘ভূত বাংলা’ দিয়ে আবারও হাসির ফোয়ারা ফোটাতে চলেছেন এই জুটি। বোঝাই যাচ্ছে এতে থাকবে ভয়ের আবহ। তবে অক্ষয়ের সঙ্গে আর কোন কোন তারকা থাকছেন, তা এখনও প্রকাশ করা হয়নি।</p>