<p>কমেডিয়ান সুনীল পালের অপহরণের রেশ কাটতে না কাটতেই প্রকাশ্যে এলো আরেক বলিউড অভিনেতার অপহরণের ঘটনা। ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা মুস্তাক খানকে একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর নাম করে অপহরণ করা হয়। এ ঘটনা বেশ চাঞ্চল্য তৈরি করেছে।</p> <p>অক্ষয় কুমারের ‘ওয়েলকাম’ ও রাজকুমার-শ্রদ্ধার ‘স্ত্রী’ সিনেমায় অভিনয়ের জন্য পরিচিত মুস্তাক খান। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, দিল্লি-মিরাট হাইওয়েতে অপহরণ করে নির্যাতন করা হয় তাকে। সেই ঘটনাই সবার সামনে তুলে ধরেছেন তিনি।</p> <p>ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা গেছে, অভিনেতাকে ২০ নভেম্বর মিরাটে একটি অ্যাওয়ার্ড শোতে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তার জন্য বিমানের টিকিট বুক করে দেওয়া হয় অভিনেতাকে।  শুধু তাই নয়, সেই সঙ্গে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায় টাকাও। দিল্লি বিমানবন্দরে পৌঁছনোর পরই তার জন্য একটি গাড়ি দাঁড়িয়ে ছিল। সেই গাড়িই মুস্তাককে গন্তব্যে পৌঁছে দেবে। এমনটাই জানতেন অভিনেতা। তবে পুরোটাই ছিল প্লানের অংশ। অভিনেতার ব্যবসায়ী পার্টনার এমনটাই জানিয়েছে গণমাধ্যমকে। </p> <p>মুস্তাকের মতে, এক কোটি টাকা দাবি করে অপহরণকারীরা। তারপরে সেই টাকার জন্য প্রায় ১২ ঘণ্টা অত্যাচার করা হয় মুস্তাককে। শেষ পর্যন্ত অভিনেতার থেকে দুই লাখের বেশি টাকা মুক্তিপণ নেয় তারা। ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। বিমানের টিকিট থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য বিমানবন্দরের সামনে সিসিটিভি ফুটেজ সবই প্রমাণ রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে বলে জানা গেছে।</p>