<p>আগামী ১৬ ডিসেম্বর রাজধানী ঢাকায় ‘সবার আগে বাংলাদেশ’ সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয়েছে একটি কনসার্টের। মহান বিজয় দিবস উপলক্ষে এ আয়োজন। ওই দিন ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে এই কনসার্টের আয়োজন করা হবে।</p> <p>‘সবার আগে বাংলাদেশ’ নামের সংগঠনের আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী আজ মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানের উদয় টাওয়ারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। বিএনপির সূত্র জানিয়েছে, কনসার্টে এককভাবে গাইবেন বিশিষ্ট সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনকচাঁপা, বেবী নাজনীন, মনির খান, কণা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফার। এ ছাড়া ব্যান্ড নগরবাউল, ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেন, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাস সংগীত পরিবেশন করবে।</p> <p>তবে এই আয়োজন শিল্পীদের অংশগ্রহণ নিয়ে আজ এক পোস্ট দিয়েছেন স্বনামধন্য গীতিকার প্রিন্স মাহমুদ। এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে যারা পুরো জুলাই, এমনকি আগস্ট ৩-এ রবীন্দ্রসরোবর থেকে শহীদ মিনারে মিছিলে ছিল এমন অনেকের নাম দেখলাম না। আভাস ব্যান্ড (তানজীর তুহিন), লেমনেড (লিমন), সিনা হাসান, আরমিন মুসা, আহমেদ হাসান সানি, মেকানিকস, কাকতাল, সাবরিনা সাবা আরো কয়েকজন। সবার নাম মনে করতে পারছি না। ইমন চৌধুরীও নাই! ১৬ তারিখে প্রফাইল ব্ল্যাক করেছিল জুলাই ৩০-এ লাল। দেখেন, আপনারা যেটা ভালো মনে করেন...।’</p> <p>তার পোস্টে অনেকেই মন্তব্য করেছেন। অনেকেই দাবি করছেন যেন জুলাই বিপ্লবের শিল্পীরা কনসার্টে গান গাওয়ার সুযোগ পান।</p>