<p>সুখবর দিলেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। পর্দায় যেমন সাহসী চরিত্রে অভিনয়ে অভ্যস্ত এ নায়িকা, তেমনি সন্তান জন্মদানের সুখবরটাও দিলেন নিজের স্টাইলে। সন্তানকে দুগ্ধপানের ছবি শেয়ার করে জানালেন, মা হয়েছেন তিনি। </p> <p>শনিবার (১৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানের ছবি শেয়ার করেছেন রাধিকা। কাজ করতে করতেই সন্তানকে স্তন্যপান করাচ্ছেন অভিনেত্রী। সেই ছবি পোস্ট করে জানালেন মা হওয়ার সুসংবাদ। ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘জন্মের এক সপ্তাহ পর আমার প্রথম ওয়ার্ক মিটিং। সন্তানকে স্তন্যপান করাতে করাতে।”</p> <p><iframe frameborder="0" height="780" sandbox="allow-scripts allow-same-origin" scrolling="no" src="https://instagram.com/p/DDhOrr0MWiG/embed" width="400"></iframe></p> <p>অভিনেত্রীর পোস্টে শুভেচ্ছা জানাচ্ছেন সবাই। তারকা সহকর্মী থেকে শুরু করে ভক্ত অনুরাগী, সবার শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন রাধিকা। তবে অনেকের মনে, প্রশ্ন নায়িকার ছেলে হয়েছে নাকি মেয়ে? জবাব দেয়া আছে অভিনেত্রীর পোস্টেই। হ্যাশট্যাগ দিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘এটি একটি কন্যা সন্তান।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিজয় দিবসে গানের ব্যস্ততায় মিলা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/14/1734161310-4ad0e0662b108244729a7764d4aa5b0b.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিজয় দিবসে গানের ব্যস্ততায় মিলা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/14/1457344" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জামিন পেলেও জেলেই রাত কাটাতে হলো আল্লু অর্জুনকে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/14/1734153369-41519b3fc67a896d370acfa48baf45a0.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জামিন পেলেও জেলেই রাত কাটাতে হলো আল্লু অর্জুনকে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/14/1457319" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গ্রেপ্তার প্রসঙ্গে আল্লুকে নির্দোষ মানতে নারাজ কঙ্গনা!" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/14/1734158023-a6f97530c4ceae357a36399cbd699094.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গ্রেপ্তার প্রসঙ্গে আল্লুকে নির্দোষ মানতে নারাজ কঙ্গনা!</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/14/1457330" target="_blank"> </a></div> </div> </div> </div> </div> </div> <p>এর আগে মা হওয়ার সংবাদেও সবাইকে চমকে দিয়েছেন অভিনেত্রী। অক্টোবরে বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে আচমকাই হাজির হন বেবিবাম্প নিয়ে। তখনই জানা যায়, প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী ও তার স্বামী। </p> <p>২০১১ সালে ব্রিটিশ সঙ্গীতশিল্পী এবং সুরকার বেনেডিক্ট টেলরের সঙ্গে লন্ডনে একত্রবাস শুরু করেন রাধিকা। পরের বছর জানা যায়, আইনি বিয়ে সেরেছেন তারা। আর বিয়ের ১২ বছর পর কোলে এলো তাদের প্রথম সন্তান। রাধিকাকে সর্বশেষ শ্রীরাম রাঘবন পরিচালিত এবং ক্যাটরিনা কাইফ এবং বিজয় সেতুপতি অভিনীত ‘মেরি ক্রিসমাস’-এ একটি ক্যামিও চরিত্রে দেখা গেছে।</p>