<p>তরুণ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী। গানের পাশাপাশি অভিনয়েও সরব তিনি। দুই বছর ধরে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন এই শিল্পী। ২০২৪ সালটা সাবরিনা পড়শীর জন্য বেশ দারুণ সফল একটি বছর কেটেছে বলা যায়। গানে-অভিনয়ে দারুণ ব্যস্ত ছিলেন পড়শী। একের পর এক কনসার্ট, সেই সুবাদে ঘুরছেন দেশ-বিদেশে। তাকে নিয়ে লিখেছেন সুদীপ কুমার দীপ।</p> <p><strong>কথা একটাই</strong></p> <p>ইমরান মাহমুদুলের সঙ্গে বেশ কয়েকটি গান শ্রোতাপ্রিয় হয়েছে পড়শীর। ১০ ডিসেম্বর এসেছে এই জুটির নতুন গান ‘কথা একটাই’। রবিউল ইসলাম জীবনের কথায় সুর ও সংগীত করেছেন ইমরান। মাত্র পাঁচ দিনেই গানটি পেয়েছে প্রায় দুই মিলিয়ন ভিউ। সাম্প্রতিক কোনো গানই ইউটিউবে আগের মতো ভিউ পাচ্ছে না, সেখানে ‘কথা একটাই’-এর এমন সাড়ায় বেশ উচ্ছ্বসিত পড়শী। বলেন, ‘গানটা যখন তৈরি হচ্ছিল, তখনই মনে হয়েছে শ্রোতাদের ভালো লাগবে। তবে এত দ্রুত মন জয় করে নেবে, এটা ভাবিনি। গানটির ভিডিওচিত্রটি ভিন্নধর্মী। মডেল হয়েছি আমি আর ইমরান ভাই, যেখানে আমি একটি হকি টিমের সদস্য আর ইমরান ভাই কোচ। আমি তার প্রেমে পড়ি, তবে বলতে পারি না। আমরা ভিডিওটি বেশ সময় নিয়ে শুটিং করেছিলাম। অডিওর সঙ্গে ভিডিওটা দারুণ ম্যাচ করাতেই মনে হয় গানটি বেশি সাড়া পেয়েছে। পরিচালক সৈকত রেজা ভাইকেও ধন্যবাদ। তিনি দারুণ একটি গানচিত্র করে দিয়েছেন।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বাংলাদেশি সিনেমা থেকে বাদ পড়া প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ ঋতুপর্ণার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/15/1734235337-7dcb05524f390d856a08e8d10c8b18b6.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বাংলাদেশি সিনেমা থেকে বাদ পড়া প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ ঋতুপর্ণার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/15/1457657" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দুর্ঘটনায় আহত, হাসপাতালে কেমন আছেন তাসনিয়া ফারিণ-পাভেল?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/14/1734167359-cd29514ba4b1ef252420b803b6197d40.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দুর্ঘটনায় আহত, হাসপাতালে কেমন আছেন তাসনিয়া ফারিণ-পাভেল?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/14/1457361" target="_blank"> </a></div> </div> </div> </div> <p>পাঁচ মাস আগে ‘এই দুটি চোখে’ নামের আরো একটি গান প্রকাশ পেয়েছিল পড়শীর। সেটিও পেয়েছে দুই মিলিয়নের বেশি ভিউ। সেখানেও পড়শীকে পাওয়া গেছে ভিন্নরূপে। তিনি হাজির হয়েছিলেন একজন দুর্ধর্ষ ব্যাংক ডাকাতের চরিত্রে। পড়শী বলেন, ‘গান এখন শুধু শোনার নয়, দেখার বিষয়ও। ফলে ভিডিওর জন্য আলাদা পরিকল্পনা করতে হয়। আমি এখন প্রতিটি গান তৈরির পাশাপাশি ভিডিও নিয়েও পরিকল্পনা করি। গানের সঙ্গে সংগতি রেখেই ভিডিওগুলো করা হয়, এ জন্যই আমার গান শ্রোতারা গ্রহণ করেন।’</p> <p><strong>বিদেশযাত্রা</strong></p> <p>বছরটা দারুণ কেটেছে পড়শীর। তার অভিনীত নাটক যেমন সফল হয়েছে, তেমনি গানগুলোও পেয়েছে জনপ্রিয়তা। তাই সময়টা উপভোগ করার জন্য কখনো শ্রীলঙ্কায়, কখনো মালয়েশিয়ায়, আবার কখনো গেছেন সৌদি আরবে। সৌদিতে গেছেন কনসার্ট করতেই, সেই সঙ্গে দেশটা ঘুরেও দেখেছেন।</p> <p>পড়শী বলেন, ‘আমার ঘুরতে খুব ভালো লাগে। দেশের পর্যটন এলাকাগুলো ঘুরতে আর বাকি নেই। তাই ভাবলাম, এবার দেশের বাইরে ঘুরতে যাওয়া যাক। আমার সঙ্গে মা এবং পরিবারের অন্য সদস্যরা ছিলেন। দারুণ সময় কেটেছে। নতুন বছরে আবার ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে। দেখি এবার কোন কোন দেশে যাওয়া যায়!’</p> <p><strong>ভালোবাসা দিবসে দেবেন চমক</strong></p> <p>‘শাদী মোবারক’, ‘পারবো না ছাড়তে তোকে’, ‘ভালোবাসার তিন দিন’, ‘লাভ স্টেশন’—পড়শী অভিনীত প্রতিটি নাটকই ইউটিউবে কোটির ওপরে দেখা হয়েছে। নতুন নাটকের প্রস্তাবও পান। তবে অভিনয়ে নিয়মিত হওয়ার ইচ্ছা নেই পড়শীর। বিশেষ দিবস বেছে বেছে অভিনয় করবেন। আসছে ভালোবাসা দিবস উপলক্ষে এরই মধ্যে অনেকগুলো স্ক্রিপ্ট জমা পড়েছে হাতে। চূড়ান্তও করেছেন একটি। তবে বলতে চান না, ‘চমক থাকুক। বুঝতেই পারছেন, দেশসেরা নির্মাতাদের সঙ্গে কাজ করি আমি। আমার নাটকের বেশির ভাগ গল্পই রোমান্টিক। একটা মিউজিক্যাল ফিলও থাকে। দর্শক নাটকগুলো দেখে এমনও মন্তব্য করেন যে সিনেমার চেয়েও ভালো লেগেছে। এবারও তা-ই হবে। আমার ভক্তরা দারুণ কিছু পাবেন।’</p> <p><strong>কনসার্টের হিড়িক</strong></p> <p>দুই দিন আগেই শেরপুরে কনসার্ট করে এলেন। দম ফেলার সময় নেই, একের পর এক কনসার্টের প্রস্তাব আসছে। এর মধ্যে ঢাকা, কক্সবাজারেও কনসার্ট করতে হবে। আছে রাজশাহী ও খুলনার প্রস্তাবও। পড়শী বলেন, ‘রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে দেশ এখন শান্ত। মানুষও ফিরছে চেনা ছন্দে। তাই দেশব্যাপী শুরু হয়েছে কনসার্ট। আমি অবশ্য সব কনসার্টে গান করি না। বেশি কনসার্ট করলে গলারও ক্ষতি হয়। আর এখন তো শীত পড়ে গেছে। শিল্পীদের জন্য এই সময়টা খুব সেনসিটিভ। তাই আমি বেছে বেছে কনসার্ট করছি। তার পরও বলতে পারেন, দম ফেলার সুযোগ পাচ্ছি না। আর এমন এমন মানুষ কনসার্টগুলোর প্রস্তাব নিয়ে আসেন যে না-ও করতে পারি না।’</p>