<p>উপমহাদেশের কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন রবিবার (১৫ ডিসেম্বর) না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীর্ঘদিন ধরে তিনি রক্তচাপের সমস্যায় ভুগছিলেন এ কিংবদন্তি।</p> <p>তবলার জগতে ওস্তাদ জাকির হোসেন এক কিংবদন্তির নাম। ওস্তাদ জাকির হোসেনকে ভারতের উজ্জ্বল কোহিনূরের সঙ্গে তুলনা করা হত। ভারতীয় ধ্রুপদি সংগীতের একজন পুরোধা ছিলেন তিনি। তবে শুধু সংগীত অঙ্গনেই নয়, নিজের যৌবনকালে অত্যন্ত সুদর্শন ছিলেন তিনি। এমনকী রুপের লড়াইয়ে হারিয়ে দিয়েছিলেন তৎকালীন সুপারস্টার অমিতাভ বচ্চনকেও!</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="লাপাতা লেডিসের অস্কারজয়ের সম্ভাবনা, যা বললেন আমির খান" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/17/1734430087-38b7a3daa8ed2659776a0c9794a9b263.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>লাপাতা লেডিসের অস্কারজয়ের সম্ভাবনা, যা বললেন আমির খান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/17/1458436" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আমার আর সংসারী হওয়ার কোনো ইচ্ছা নেই" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/17/1734422561-f6c74a1ebf78e161c47cfda33bee8992.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আমার আর সংসারী হওয়ার কোনো ইচ্ছা নেই</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/17/1458399" target="_blank"> </a></div> </div> </div> </div> <p>চমকে দেয়া সেই ঘটনাটি ১৯৯৪ সালের। বিখ্যাত জেন্টলম্যান ম্যাগাজিনের ভারতীয় সংস্করণে দেশের সেরা আকর্ষণীয় পুরুষদের নিয়ে একটি নির্বাচন আয়োজিত হয়। ভোট চাওয়া হয় নারী পাঠকদের। নির্বাচনী তালিকায় ছিল অমিতাভ বচ্চনের মতো বলিউড সুপারস্টারের নাম। নাম ছিল তরুণ তবলাবাদক জাকির হোসেনেরও। তবে বলিউড সুপারস্টারকে পিছনে ফেলে সেরার শিরোপা ছিনিয়ে নেন ঝাঁকড়া চুলের মিষ্টি হাসির সেই তরুণ জাকির হোসেন। শিল্পীর আত্মজীবনী ‘জাকির হোসেন : আ লাইফ ইন মিউজিক’ বইয়ের লেখক নাসরিন মুন্নি কবীরের সঙ্গে কথোপকথনের সময় এই তথ্য দিয়েছিলেন স্বয়ং জাকির হোসেন।</p> <p>জাকিরের কথায়, ম্যাগাজিনের টিম তাকে দেখতে আসেন। তারা চেয়েছিলেন যাতে তিনি স্যুট এবং জ্যাকেট-সহ ওয়েস্টার্ন পোশাক পরে ম্যাগাজিনের কভার পিকচারের শুট করেন। সে কথা শুনে অবাক হয়েছিলেন শিল্পী। অমিতাভ বচ্চনকে হারিয়ে সবচেয়ে আকর্ষণীয় পুরুষের শিরোপা পাওয়ার কথা ভাবতেও পারেননি তিনি।</p>